মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৬০৩১
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩১। হযরত আয়েশা (রাঃ) বলেন, একদা হযরত আবু বকর (রাঃ) রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলে তিনি তাঁহাকে (লক্ষ্য করিয়া) বলিলেন, আপনি দোযখের আগুন হইতে আল্লাহর আতীক (আযাদপ্রাপ্ত)। সেইদিন হইতে তিনি “আতীক” উপাধিতে প্রসিদ্ধ হন। —তিরমিযী
وَعَنْ عَائِشَةَ أَنَّ أَبَا بَكْرٍ دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «أَنْت عتيقُ اللَّهِ من النَّار» . فَيَوْمئِذٍ سمي عتيقا. رَوَاهُ التِّرْمِذِيّ
