মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৬০৩০
দ্বিতীয় অনুচ্ছেদ - আবু বাকর সিদ্দীক (রাঃ) -এর মর্যাদা ও বৈশিষ্ট্য
৬০৩০। হযরত ওমর (রাঃ) বলেন, একবার রাসূলুল্লাহ্ (ﷺ) আমাদিগকে আল্লাহর রাস্তায় সদকা-খয়রাত করিবার জন্য নির্দেশ করিলেন। (সৌভাগ্যবশত) সেই সময় আমার কাছে পর্যাপ্ত সম্পদ ছিল। তখন আমি (মনে মনে) বলিলাম, (দানের প্রতিযোগিতায়) যদি আমি কোনদিন আবু বকরের উপর জিতিতে পারি, তবে আজিকার দিনেই আবু বকরের উপর জিতিয়া যাইব। ওমর বলেন, অতঃপর আমি আমার সমস্ত মালের অর্ধেক লইয়া রাসূলুল্লাহ্ (ﷺ)-এর খেদমতে উপস্থিত হইলাম। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) জিজ্ঞাসা করিলেন, পরিবার-পরিজনের জন্য কি (পরিমাণ) রাখিয়া আসিয়াছ? আমি বলিলাম, ইহার সমপরিমাণ। আর আবু বকরের কাছে যাহাকিছু ছিল তিনি সমুদয় লইয়া উপস্থিত হইলেন। এইবার রাসূলুল্লাহ্ [(ﷺ) তাঁহাকে লক্ষ্য করিয়া] বলিলেন, হে আবু বকর। পরিবার-পরিজনের জন্য আপনি কি রাখিয়া আসিয়াছেন? উত্তরে তিনি বলিলেন, তাহাদের জন্য আল্লাহ্ এবং তাঁহার রাসূলকে রাখিয়া আসিয়াছি। ওমর বলেন, তখন আমি (মনে মনে) বলিলাম, আর আমি কখনও কোন ব্যাপারে তাঁহার উপর জিতিতে পারিব না। – তিরমিযী ও আবু দাউদ
وَعَن عُمَرَ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَتَصَدَّقَ وَوَافَقَ ذَلِكَ عِنْدِي مَالًا فَقُلْتُ: الْيَوْمَ أَسْبِقُ أَبَا بَكْرٍ إِنْ سَبَقْتُهُ يَوْمًا. قَالَ: فَجِئْتُ بِنِصْفِ مَالِي. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» فَقُلْتُ: مِثْلَهُ. وَأَتَى أَبُو بَكْرٍ بِكُلِّ مَا عِنْدَهُ. فَقَالَ: «يَا أَبَا بَكْرٍ؟ مَا أَبْقَيْتَ لِأَهْلِكَ؟» . فَقَالَ: أَبْقَيْتُ لَهُمُ اللَّهَ وَرَسُولَهُ. قُلْتُ: لَا أَسْبِقُهُ إِلَى شَيْءٍ أَبَدًا. رَوَاهُ التِّرْمِذِيّ وَأَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

ঐতিহাসিকগণ বলিয়াছেন, ইহা নবম হিজরীতে তবুক যুদ্ধের অর্থ সংগ্রহের ঘটনা। অপর এক রেওয়ায়তে বর্ণিত আছে, তাঁহাদের উভয়ের কথা শুনিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন— অর্থাৎ, তোমাদের উভয়ের মধ্যে পার্থক্য এই পরিমাণ রহিয়াছে, যাহা তোমাদের উভয়ের কথার মধ্যে পার্থক্য রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৬০৩০ | মুসলিম বাংলা