মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল

হাদীস নং: ৫৯৮৭
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮৭। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, তখন হইতে সর্বদা আমি বনু তামীমকে ভালবাসিয়া আসিতেছি, যখন হইতে তাহাদের তিনটি গুণের কথা আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট হইতে শুনিয়াছি। আমি তাঁহাকে বলিতে শুনিয়াছি, (১) আমার উম্মতের মধ্যে বনু তামীমই দাজ্জালের মুকাবিলায় অধিক কঠোর প্রমাণিত হইবে। (২) একবার তাহাদের সদকা আসিয়া পৌঁছিলে রাসূলুল্লাহ্ (ﷺ) বলিলেনঃ “ইহা আমার কওমের সদকা।” (৩) হযরত আয়েশা (রাঃ)-এর নিকট বনু তামীমের একটি দাসী ছিল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত আয়েশাকে বলিলেন, “তুমি তাহাকে আযাদ করিয়া দাও। কেননা, সে হযরত ইসমাঈলের বংশধর।” – মোত্তাঃ
وَعَن أبي هُرَيْرَة قَالَ: مَا زِلْتُ أُحِبُّ بَنِي تَمِيمٍ مُنْذُ ثلاثٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِيهِمْ سَمِعْتُهُ يَقُولُ: «هُمْ أَشَدُّ أُمَّتِي عَلَى الدَّجَّالِ» قَالَ: وَجَاءَتْ صَدَقَاتُهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذِهِ صَدَقَاتُ قَوْمِنَا» وَكَانَتْ سَبِيَّةٌ مِنْهُمْ عِنْدَ عَائِشَةَ فَقَالَ: «اعْتِقِيهَا فَإِنَّهَا مِنْ وَلَدِ إِسْمَاعِيلَ» . مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৯৮৭ | মুসলিম বাংলা