মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩১- সাহাবায়ে কিরামের রাঃ মানাকিব ও ফাযায়েল
হাদীস নং: ৫৯৮৬
প্রথম অনুচ্ছেদ - কুরায়শ ও অন্যান্য গোত্রসমূহের গুণাবলি
৫৯৮৬। হযরত আবু বাকরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন আসলাম, গেফার, মুযাইনা, ও জুহাইনা গোত্রসমূহ বনু তামীম ও বনু আমের এবং উভয় সহযোগী তথা বনু আসাদ ও গাতফান হইতেও উত্তম। মোত্তাঃ
وَعَنْ أَبِي بَكْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَسْلَمُ وَغِفَارُ وَمُزَيْنَةُ وَجُهَيْنَةُ خَيْرٌ مِنْ بني تَمِيم وَبني عَامِرٍ وَالْحَلِيفَيْنِ بَنِي أَسْدٍ وَغَطَفَانَ» . مُتَّفَقٌ عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
আসলাম ও গেফার প্রভৃতি গোত্রগুলি বনু তামীম ও বনু আমের ও অন্য দুই গোত্রের পূর্বেই যুদ্ধ-অভিযান ব্যতীত ইসলাম গ্রহণ করিয়াছে, তাই তাহাদিগকে উত্তম বলা হইয়াছে।
