মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৬৫
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর ওফাতের পর সাহাবীদের মক্কাহ্ হতে হিজরত করা সম্পর্কে
৫৯৬৫। হযরত আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যেই রোগে ইনতেকাল করিয়াছেন, সেই রোগে আক্রান্ত হওয়ার পরে বলিয়াছিলেন, হে আয়েশা! খায়বরে (বিষ-মিশ্রিত) যেই খাদ্য আমি খাইয়াছিলাম, আমি সর্বদা উহার যন্ত্রণা অনুভব করি। আর এখন মনে হইতেছে, আমার শিরাগুলি সেই বিষের ক্রিয়ায় ফাটিয়া যাইতেছে। —বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَنْهَا قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ: «يَا عَائِشَةُ مَا أَزَالُ أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُ بِخَيْبَرَ وَهَذَا أَوَانُ وَجَدْتُ انْقِطَاعَ أَبهري من ذَلِك السم» . رَوَاهُ البُخَارِيّ