মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৪০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৪০। হযরত উসামা ইবনে যায়দ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যেই ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে, যাহা আমি বলি নাই, সে যেন জাহান্নামে তাহার বাসস্থান নির্ধারণ করিয়া লয়। হুযুরের এই উক্তি এই প্রসঙ্গে ছিল যে, একদা তিনি এক ব্যক্তিকে (কোথাও) পাঠাইলেন, সে তথায় গিয়া রাসূলুল্লাহর পক্ষ হইতে মিথ্যা কথা বলিল। ইহা জানিতে পারিয়া রাসূলুল্লাহ্ (ﷺ) তাহার উপর বদ দো'আ করিলেন। ইহার পর তাহাকে এমতাবস্থায় মৃত পাওয়া যায় যে, তাহার পেট ফাটা এবং (দাফনের পর) মাটি তাহাকে গ্রহণ করে নাই। —হাদীস দুইটি বায়হাকী দালায়েলুন নবুওত গ্রন্থে বর্ণনা করিয়াছেন।
كتاب الفضائل والشمائل
وَعَنْ أُسَامَةَ بْنِ زَيْدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم: «من تَقول عَليّ مالم أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ» . وَذَلِكَ أَنَّهُ بَعَثَ رَجُلًا فَكَذَبَ عَلَيْهِ فَدَعَا عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدَ مَيِّتًا وَقد انشقَّ بَطْنه وَلم تقبله الأَرْض. رَوَاهُمَا الْبَيْهَقِيّ فِي دَلَائِل النُّبُوَّة