মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৯৩৯
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
তৃতীয় অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯৩৯। হযরত যায়দ ইবনে আরকামের কন্যা উনাইসা তাঁহার পিতা যায়দ (রাঃ) হইতে বর্ণনা করেন যে, একবার যায়দ অসুস্থ হইয়া পড়িলে রাসূলুল্লাহ্ (ﷺ) তাঁহাকে দেখাশুনা করিতে আসিলেন। হুযূর বলিলেনঃ তোমার এই রোগ তোমার জন্য তেমন আশংকাজনক নহে। তবে তখন তোমার কি অবস্থা হইবে, যখন আমার ওফাতের পরও তুমি বাঁচিয়া থাকিবে এবং সেই সময় দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিবে ? তিনি বলিলেন, আমি আল্লাহর নিকট ইহার প্রতিদানের আশা করিব এবং সবর করিব। নবী (ﷺ) বলিলেন, তবে তো তুমি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। উনাইসা বলেন, নবী (ﷺ)-এর ওফাতের পর তিনি দৃষ্টিশক্তি হারাইয়া ফেলিয়াছিলেন। আবার কিছুদিন পর আল্লাহ্ তাঁহাকে দৃষ্টিশক্তি ফিরাইয়া দিলেন। ইহার পর তিনি ইনতেকাল করেন।
كتاب الفضائل والشمائل
وَعَنْ أُنَيْسَةَ بِنْتِ زَيْدِ بْنِ أَرْقَمَ عَنْ أَبِيهَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى زَيْدٍ يَعُودُهُ مِنْ مَرَضٍ كَانَ بِهِ قَالَ: «لَيْسَ عَلَيْكَ مِنْ مَرَضِكَ بَأْسٌ وَلَكِنْ كَيْفَ لَكَ إِذَا عُمِّرْتَ بَعْدِي فَعَمِيتَ؟» قَالَ: أَحْتَسِبُ وَأَصْبِرُ. قَالَ: «إِذًا تَدْخُلِ الْجَنَّةَ بِغَيْرِ حِسَاب» . قَالَ: فَعَمِيَ بَعْدَ مَا مَاتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم ثمَّ ردَّ اللَّهُ بَصَره ثمَّ مَاتَ