মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৯১৪
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৯১৪। হযরত জাবের (রাঃ) বলেন, একবার আমি কোন এক যুদ্ধে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শরীক ছিলাম। আর আমি এমন একটি উটের উপর সওয়ার ছিলাম যাহা সেচের পানি বহন করিতে করিতে একেবারে ক্লান্ত হইয়া পড়িয়াছিল। চলিবার শক্তি ছিল না। পিছন হইতে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়া আমার সাথে মিলিত হইলেন এবং বলিলেন: তোমার উটের কি হইয়াছে? আমি বলিলাম, উহা ক্লান্ত হইয়া পড়িয়াছে। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটটির পিছনে গেলেন এবং উহাকে ধমক দিয়া উহার জন্য দোআ করিলেন। ইহার পর উহা সর্বদা অন্যান্য উটের আগে আগেই চলিতে লাগিল। পরে আবার নবী (ছাঃ) আমাকে জিজ্ঞাসা করিলেন, তোমার উটের খবর কি? আমি বলিলাম, আপনার দো'আর বরকতে এখন খুব ভাল। তিনি বলিলেন, তুমি কি ইহা এক উকিয়ার বিনিময়ে আমার কাছে বিক্রয় করিবে। তখন আমি এই শর্তে বিক্রয় করিলাম যে, মদীনা পৌঁছা পর্যন্ত আমি উহার পিঠে সওয়ার হইব। অতঃপর রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদীনায় আগমন করিলেন, তখন আমি প্রাতঃকালে উটটি লইয়া তাহার খেদমতে হাযির হইলে তিনি আমাকে উটের মূল্য প্রদান করিলেন এবং উটটিও আমাকে ফেরৎ দিয়া দিলেন। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَابِرٍ قَالَ: غَزَوْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنا على نَاضِح لنا قَدْ أَعْيَا فَلَا يَكَادُ يَسِيرُ فَتَلَاحَقَ بِيَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لي مَا لبعيرك قلت: قدعيي فَتَخَلَّفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فزجره ودعا لَهُ فَمَا زَالَ بَيْنَ يَدَيِ الْإِبِلِ قُدَّامَهَا يسير فَقَالَ لي كَيفَ ترى بعيرك قَالَ قُلْتُ بِخَيْرٍ قَدْ أَصَابَتْهُ بَرَكَتُكَ قَالَ أَفَتَبِيعُنِيهِ بِوُقِيَّةٍ. فَبِعْتُهُ عَلَى أَنَّ لِي فَقَارَ ظَهْرِهِ حَتَّى الْمَدِينَةِ فَلَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ غَدَوْتُ عَلَيْهِ بِالْبَعِيرِ فَأَعْطَانِي ثمنَهُ وردَّهُ عَليّ. مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

উকিয়া, ইহা একটি আরবী ওজন। এক উকিয়া সমান চল্লিশ দিরহাম। হযরত জাবের ছিলেন একজন ঋণী ব্যক্তি। সরাসরি তাঁহাকে কিছু দিলে হয়তো তিনি তাহা গ্রহণ করিতে সংকোচ মনে করিবেন, তাই নবী (ﷺ) এইভাবে কিছু দেওয়ার কৌশল অবলম্বন করেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান