মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৯৮
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯৮। হযরত আনাস (রাঃ) বলেন, এক ব্যক্তি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অহী লিখিত। পরে সে ইসলাম হইতে মুরতাদ হইয়া মুশরিকদের সহিত গিয়া মিশিল। তখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (ভবিষ্যদ্বাণী হিসাবে) বলিলেনঃ নিশ্চয়ই মাটি তাহাকে গ্রহণ করিবে না। [বর্ণনাকারী আনাস (রাঃ) বলেন,] হযরত আবু তালহা (রাঃ) আমাকে বলিয়াছেন, ঐ লোকটি যেই জায়গাতে মরিয়াছে, তিনি তথায় গিয়াছিলেন এবং দেখিতে পান, সে (অর্থাৎ, তাহার মৃত দেহটি) যমীনের উপর পড়িয়া রহিয়াছে। তখন তিনি লোকজনকে জিজ্ঞাসা করিলেন, এই লোকটির এই অবস্থা কেন? তাহারা বলিল, আমরা কয়েকবার উহাকে দাফন করিয়াছিলাম, কিন্তু যমীন উহাকে গ্রহণ করে নাই। (তাই এই অবস্থায় পড়িয়া রহিয়াছে।) -মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ أَنَسٍ قَالَ: إِنَّ رَجُلًا كَانَ يَكْتُبُ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَارْتَدَّ عَنِ الْإِسْلَامِ وَلَحِقَ بِالْمُشْرِكِينَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْأَرْضَ لَا تَقْبَلُهُ» . فَأَخْبَرَنِي أَبُو طَلْحَةَ أَنَّهُ أَتَى الْأَرْضَ الَّتِي مَاتَ فِيهَا فَوَجَدَهُ مَنْبُوذًا فَقَالَ: مَا شَأْنُ هَذَا؟ فَقَالُوا: دَفَنَّاهُ مِرَارًا فَلَمْ تَقْبَلْهُ الأَرْض. مُتَّفق عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান