মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৯৭
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৯৭। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ্ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলিলেন: তুমি কি আমাকে যুল-খালাসা (ইয়ামামার একটি মন্দির) হইতে শাস্তি দিবে না ? আমি বলিলাম, হ্যাঁ নিশ্চয়ই। আর আমার অবস্থা এই ছিল যে, আমি ঘোড়ার পিঠে মজবুতভাবে বসিতে পারিতাম না। সুতরাং আমি এই কথাটি নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করিলাম, তখন তিনি আমার বুকের উপর তাহার হাত মারিলেন। এমন কি তাহার আঙ্গুলের নিশানগুলি আমি আমার বুকের উপর দেখিতে পাইলাম। অতঃপর তিনি এই বলিয়া আমার জন্য দো'আ করিলেন, হে আল্লাহ্। তাহাকে (ঘোড়ার পিঠে) স্থির রাখ এবং তাহাকে হেদায়তদানকারী ও হেদায়ত লাভকারী বানাইয়া দাও। (হযরত জারীর বলেন,) ইহার পর হইতে আমি আর কখনও ঘোড়া হইতে পড়িয়া যাই নাই। অতঃপর জারীর (কুরাইশ বংশীয়) আহমাস গোত্রের দেড়শত অশ্বারোহী লইয়া রওয়ানা হইলেন এবং যুল-খালাসা গৃহটিকে আগুন দ্বারা পুড়িয়া ও ভাঙ্গিয়া চুরমার করিয়া দিলেন। মোত্তাঃ
كتاب الفضائل والشمائل
وَعَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ: قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَلَا تُرِيحُنِي مِنْ ذِي الْخَلَصَةِ؟» فَقُلْتُ: بَلَى وَكُنْتُ لَا أَثْبُتُ عَلَى الْخَيْلِ فَذَكَرْتُ ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَرَبَ يَدَهُ عَلَى صَدْرِي حَتَّى رَأَيْتُ أَثَرَ يَدِهِ فِي صَدْرِي وَقَالَ: «اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا» . قَالَ فَمَا وَقَعْتُ عَنْ فَرَسِي بَعْدُ فَانْطَلَقَ فِي مِائَةٍ وَخَمْسِينَ فَارِسًا مِنْ أحمس فحرقها بالنَّار وَكسرهَا. مُتَّفق عَلَيْهِ