মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮৭৬
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭৬। হযরত বারা [ইবনে আযেব (রাঃ)] বলেন, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দল লোক (ইহুদী নেতা) আবু রাফে'কে হত্যার উদ্দেশ্যে পাঠাইলেন। সেই দলের মধ্য হইতে আব্দুল্লাহ ইবনে আতীক এক রাত্রে তাহার (আবু রাফে'র) গৃহে প্রবেশ করিলেন, তখন সে (আবু রাফে') ঘুমাইয়া ছিল এবং সেই অবস্থায় তাহাকে হত্যা করেন। এই প্রসঙ্গে আব্দুল্লাহ্ ইবনে আতীক বলেন, আমি তরবারি তাহার পেটের উপর ধরিলাম এবং উহা পিঠ পর্যন্ত পৌঁছিল। তখন আমি নিশ্চিত হইলাম যে, তাহাকে হত্যা করিয়াছি। অতঃপর আমি একটি একটি করিয়া দরজা খুলিয়া (ফিরিয়া আসার পথে) সিঁড়িতে পৌঁছিলাম। উহা ছিল চাদনী রাত, তাই (দুই-এক ধাপ থাকিতেই সিঁড়ি শেষ হইয়াছে ভাবিয়া) নীচে পা রাখিতেই আমি পড়িয়া গেলাম। ফলে আমার পায়ের গোছার হাড় ভাঙ্গিয়া গেল। তখন আমি পাগড়ী দিয়া ভাঙ্গা পা-টি বাঁধিয়া ফেলিলাম। তারপর আমি আমার সঙ্গীদের কাছে আসিলাম। অবশেষে নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে পৌঁছিয়া ঘটনাটি বর্ণনা করিলাম। তিনি তখন আমাকে বলিলেন, তোমার পাখানি মেল। আমি পা মেলিয়া ধরিলাম। তিনি সেই পাটির উপর হাত বুলাইলেন। ইহাতে আমার পা এমনভাবে সুস্থ হইয়া গেল, যেন উহাতে আমি কখনও কোন আঘাতই পাই নাই। বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَن الْبَراء قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَهْطًا إِلَى أَبِي رَافِعٍ فَدَخَلَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ بَيْتَهُ لَيْلًا وَهُوَ نَائِمٌ فَقَتَلَهُ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَتِيكٍ: فَوَضَعْتُ السَّيْف فِي بَطْنه حَتَّى أَخذ فِي ظَهره فَعَرَفْتُ أَنِّي قَتَلْتُهُ فَجَعَلْتُ أَفْتَحُ الْأَبْوَابَ حَتَّى انْتَهَيْتُ إِلَى دَرَجَةٍ فَوَضَعْتُ رِجْلِي فَوَقَعْتُ فِي لَيْلَةٍ مُقْمِرَةٍ فَانْكَسَرَتْ سَاقِي فَعَصَبَتُهَا بِعِمَامَةٍ فَانْطَلَقْتُ إِلَى أَصْحَابِي فَانْتَهَيْتُ إِلَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ فَقَالَ: «ابْسُطْ رِجْلَكَ» . فَبَسَطْتُ رِجْلِي فَمَسَحَهَا فَكَأَنَّمَا لَمْ أَشْتَكِهَا قَطُّ. رَوَاهُ البُخَارِيّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান