মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৭২
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭২। হযরত ইবনে আব্বাস (রাঃ) হইতে বর্ণিত, বদর যুদ্ধের দিন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোআ করিয়াছেন, তখন তিনি একটি তাঁবুর মধ্যে ছিলেন, হে আল্লাহ্ আমি তোমার ওয়াদা ও প্রতিশ্রুতি পূরণ করার জন্য প্রার্থনা করিতেছি। হে আল্লাহ্! যদি তুমি চাও শত্রুদের হাতে এই মুসলমান জমাআত নিশ্চিহ্ন হইয়া যাক, তাহা হইলে আজিকার পরে আর তোমার এবাদত (এই পৃথিবীতে) হইবে না। ইহার পর আবু বকর (রাঃ) তাহার হাত ধরিয়া বলিলেন, যথেষ্ট হইয়াছে ইয়া রাসূলাল্লাহ্। আপনি আপনার রবের কাছে অত্যধিক চাহিয়া ফেলিয়াছেন। অতঃপর নবী (ছাঃ) যুদ্ধবর্ম পরিহিত অবস্থায় দ্রুত বাহিরে আসিলেন এবং এই আয়াতটি পড়িলেনঃ (অর্থ) শত্রুদল অচিরেই পরাস্ত হইবে এবং পৃষ্ঠ প্রদর্শন করিবে। —বুখারী
كتاب الفضائل والشمائل
وَعَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَهُوَ فِي قُبَّةٍ يَوْمَ بَدْرٍ: «اللَّهُمَّ أَنْشُدُكَ عَهْدَكَ وَوَعْدَكَ اللَّهُمَّ إِنْ تَشَأْ لَا تُعْبَدْ بَعْدَ الْيَوْمِ» فَأَخَذَ أَبُو بَكْرٍ بيدِه فَقَالَ حَسْبُكَ يَا رَسُولَ اللَّهِ أَلْحَحْتَ عَلَى رَبِّكَ فَخَرَجَ وَهُوَ يَثِبُ فِي الدِّرْعِ وَهُوَ يقولُ: « [سيُهزَمُ الجمعُ ويُوَلُّونَ الدُّبُرَ] » . رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
বদরের যুদ্ধের দিন সকাল বেলা যখন উভয়পক্ষ মুখামুখি দাড়াইয়া চূড়ান্ত ফয়সালার প্রতীক্ষা করিতেছিল, তখন নবী (ﷺ) তাঁবুর অভ্যন্তরে আল্লাহর দরবারে সজদায় পড়িয়া এই দোআ ও ফরিয়াদ করিয়াছিলেন। সময়টি ছিল অত্যন্ত নাজুক। কারণ, প্রথমবারের মত হক ও বাতিলের শক্তি পরীক্ষা ছিল এই যুদ্ধ।