মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৭১
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - মু'জিযার বর্ণনা
৫৮৭১। হযরত আনাস (রাঃ) বলেন, আমাদের নিকট (কোরাইশ নেতা) আবু সুফিয়ানের প্রত্যাবর্তনের সংবাদ পৌঁছিলে রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করিলেন, তখন (আনসার নেতা) হযরত সা'দ ইবনে ওবাদা উঠিয়া বলিলেন, ইয়া রাসূলাল্লাহ! সেই মহান সত্তার কসম! যাহার হাতে আমার প্রাণ, যদি আপনি আমাদিগকে সওয়ারী সমেত সাগরে ঝাপাইয়া পড়িতে নির্দেশ করেন, তবে আমরা ঝাপাইয়া পড়িব। আর যদি 'বারকুল গিমাদ' পর্যন্তও আমাদের সওয়ারীকে ছুটিয়া যাইতে আদেশ করেন, তাহা করিতেও আমরা প্রস্তুত। আনাস (রাঃ) বলেন, এইভাবে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদিগকে যুদ্ধের জন্য প্রস্তুত করিয়া লইলেন। ইহার পর তাহারা চলিলেন এবং 'বদর' নামক স্থানে আসিয়া অবতরণ করিলেন। এইখানে পৌঁছিয়া রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন: ইহা অমুকের নিহত হওয়ার স্থান আর উহা অমুকের আর উহা অমুকের। এই সময় (স্থান চিহ্নিত করার জন্য) তিনি নিজ হাত যমীনে রাখিলেন। বর্ণনাকারী বলেন, (যুদ্ধ শেষে) দেখা গেল, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহার জন্য যেই স্থানটি দেখাইয়াছিলেন, উহাদের একটিও এদিক-সেদিক সরিয়া পড়ে নাই। -মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعنهُ قا ل: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاوَرَ حِينَ بَلَغَنَا إِقْبَالُ أَبِي سُفْيَانَ وَقَامَ سَعْدُ بْنُ عُبَادَةَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ أَمَرْتَنَا أَنْ نُخِيضَهَا الْبَحْرَ لَأَخَضْنَاهَا وَلَوْ أَمَرْتَنَا أَنْ نَضْرِبَ أَكْبَادَهَا إِلَى بَرْكِ الْغِمَادِ لَفَعَلْنَا. قَالَ: فَنَدَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّاسُ فَانْطَلَقُوا حَتَّى نَزَلُوا بَدْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا مَصْرَعُ فُلَانٍ» وَيَضَعُ يدَه على الأرضِ هَهُنَا وَهَهُنَا قا ل: فَمَا مَاطَ أَحَدُهُمْ عَنْ مَوْضِعِ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
অধিকাংশ রেওয়ায়তে সা'দ ইবনে ওবাদার স্থলে আনসার নেতা সা'দ ইবনে মুআয (রাঃ)-এর উল্লেখ রহিয়াছে এবং ইহাই অধিক সহীহ। হুযূর (ﷺ)-এর সহিত আনসারগণ এই অঙ্গীকার করিয়াছিলেন যে, তাঁহারা মদীনার অভ্যন্তরে আক্রমণকারী শত্রুর মুকাবিলা করিবেন, কিন্তু নবী (ﷺ) মদীনার বাহিরে যাইয়া আবু সুফিয়ানের কাফেলা ঠেকাইতে যুদ্ধাবস্থায় উপনীত হইয়া পড়িলেন, তাই আনসারদের নিকট হইতে নতুনভাবে মতামত গ্রহণ করা জরুরী মনে করিলেন। উত্তরে তাহারা স্বতঃস্ফূর্তভাবে তাঁহার সঙ্গে থাকিয়া শত্রুর বিরুদ্ধে যুদ্ধ চালাইয়া যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করিলেন।