মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৮৪৭
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর নুবুওয়্যাতপ্রাপ্তি ও ওয়াহীর সূচনা
৫৮৪৭। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা'বা শরীফের নিকটে নামায পড়িতেছিলেন। এই সময় কুরাইশদের একদল লোক সেইখানে বসা ছিল। তখন তাহাদের মধ্য হইতে একজন বলিল, তোমাদের মধ্যে এমন কে আছে, যে অমুক গোত্রের উটের নাড়িভুঁড়ি আনিয়া কিছুক্ষণ অপেক্ষা করিবে, অতঃপর এই ব্যক্তি [রাসূলুল্লাহ্ (ছাঃ)-এর দিকে ইংগিত করিয়া বলিল,] যখন সজদায় যাইবে তখন উহা তাহার দুই কাধের মাঝখানে রাখিয়া দিবে। অতঃপর তাহাদের মধ্য হইতে সর্বাপেক্ষা বড় পাপিষ্ঠটি উঠিয়া গেল। যখন রাসূলুল্লাহ্ (ছাঃ) সজদায় গেলেন তখন সে উহা তাহার দুই কাধের মাঝখানে রাখিয়া দিল। এমতাবস্থায় নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজদারত রহিলেন। সেই পাপিষ্ঠরা খুব হাসাহাসি করিতে লাগিল, এমন কি হাসিতে হাসিতে একজন আরেকজনের উপর ঢলিয়া পড়িল। এমন সময় জনৈক ব্যক্তি [হযরত ইবনে মাসউদ (রাঃ)] বিবি ফাতেমার নিকট গিয়া বলিলেন, তিনি দৌড়াইয়া আসিলেন। অথচ নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পূর্ববৎ সজদায় রহিয়াছিলেন। ফাতেমা নাড়িভুঁড়িটি নবী (ছাঃ)-এর উপর হইতে সরাইয়া ফেলিলেন এবং ঐ সমস্ত পাপিষ্ঠ কাফেরদের লক্ষ্য করিয়া গাল-মন্দ করিলেন।
বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করিয়া তিনবার বলিলেনঃ হে আল্লাহ্ তুমি কুরাইশদিগকে পাকড়াও কর' আর হুযুর (ছাঃ)-এর নিয়ম ছিল, তিনি যখন কোন বিষয়ে দোআ বা বদ-দোআ করিতেন কিংবা আল্লাহর কাছে চাহিতেন, তখন তিন তিনবার বাক্যগুলি উচ্চারণ করিতেন। অতঃপর তিনি (কাফেরদের এই সাত ব্যক্তির নাম ধরিয়া ) বলিলেন, হে আল্লাহ্! তুমি ১। আমর ইবনে হেশাম (আবু জাহল), ২। উতবা ইবনে রবিয়া, ৩। শাইবা ইবনে রবিয়া', ৪ ওলীদ ইবনে উতবা, ৫। উমাইয়্যা ইবনে খালফ, ৬। উকবা ইবনে আবু মু'আইত এবং ৭। উমারাহ ইবনুল ওলীদ——ইহাদিগকে পাকড়াও কর। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ (ছাঃ) যেই সকল লোকের নাম লইয়া বদ্-দো'আ করিয়াছিলেন, আমি বদরের যুদ্ধে উহাদের লাশ মাটিতে পড়িয়া থাকিতে দেখিয়াছি। অতঃপর উহাদিগকে টানিয়া বদরের একটি অনাবাদ কূপের মধ্যে নিক্ষেপ করা হইয়াছে। ইহার পর রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই কূপে যাহাদিগকে নিক্ষেপ করা হইল, তাহাদের উপর লা'নতের পর লা'নত রহিয়াছে। -মোত্তাঃ
বর্ণনাকারী হযরত ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায শেষ করিয়া তিনবার বলিলেনঃ হে আল্লাহ্ তুমি কুরাইশদিগকে পাকড়াও কর' আর হুযুর (ছাঃ)-এর নিয়ম ছিল, তিনি যখন কোন বিষয়ে দোআ বা বদ-দোআ করিতেন কিংবা আল্লাহর কাছে চাহিতেন, তখন তিন তিনবার বাক্যগুলি উচ্চারণ করিতেন। অতঃপর তিনি (কাফেরদের এই সাত ব্যক্তির নাম ধরিয়া ) বলিলেন, হে আল্লাহ্! তুমি ১। আমর ইবনে হেশাম (আবু জাহল), ২। উতবা ইবনে রবিয়া, ৩। শাইবা ইবনে রবিয়া', ৪ ওলীদ ইবনে উতবা, ৫। উমাইয়্যা ইবনে খালফ, ৬। উকবা ইবনে আবু মু'আইত এবং ৭। উমারাহ ইবনুল ওলীদ——ইহাদিগকে পাকড়াও কর। বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আল্লাহর কসম! রাসূলুল্লাহ্ (ছাঃ) যেই সকল লোকের নাম লইয়া বদ্-দো'আ করিয়াছিলেন, আমি বদরের যুদ্ধে উহাদের লাশ মাটিতে পড়িয়া থাকিতে দেখিয়াছি। অতঃপর উহাদিগকে টানিয়া বদরের একটি অনাবাদ কূপের মধ্যে নিক্ষেপ করা হইয়াছে। ইহার পর রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন এই কূপে যাহাদিগকে নিক্ষেপ করা হইল, তাহাদের উপর লা'নতের পর লা'নত রহিয়াছে। -মোত্তাঃ
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: بَيْنَمَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عِنْدَ الْكَعْبَةِ وَجُمِعَ قُرَيْشٌ فِي مَجَالِسِهِمْ إِذْ قَالَ قَائِلٌ: أَيُّكُمْ يَقُومُ إِلَى جَزُورِ آلِ فُلَانٍ فَيَعْمِدُ إِلَى فَرْثِهَا وَدَمِهَا وَسَلَاهَا ثُمَّ يُمْهِلُهُ حَتَّى إِذَا سَجَدَ وَضَعَهُ بَيْنَ كَتِفَيْهِ وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا فَضَحِكُوا حَتَّى مَالَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ مِنَ الضَّحِكِ فَانْطَلَقَ مُنْطَلِقٌ إِلَى فَاطِمَةَ فَأَقْبَلَتْ تَسْعَى وَثَبَتَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَاجِدًا حَتَّى أَلْقَتْهُ عَنْهُ وَأَقْبَلَتْ عَلَيْهِمْ تَسُبُّهُمْ فَلَمَّا قَضَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الصَّلَاةَ قَالَ: «اللَّهُمَّ عَلَيْكَ بِقُرَيْشٍ» ثَلَاثًا - وَكَانَ إِذَا دَعَا دَعَا ثَلَاثًا وَإِذَا سَأَلَ سَأَلَ ثَلَاثًا -: «اللَّهُمَّ عَلَيْكَ بِعَمْرِو بْنِ هِشَام وَشَيْبَةَ بْنِ رَبِيعَةَ وَالْوَلِيدِ بْنِ عُتْبَةَ وَأُمَيَّةَ بْنِ خَلَفٍ وَعُقْبَةَ بْنِ أَبِي مُعَيْطٍ وَعُمَارَةَ بن الْوَلِيد» . قَالَ عبد الله: فو الله لَقَدْ رَأَيْتُهُمْ صَرْعَى يَوْمَ بَدْرٍ ثُمَّ سُحِبُوا إِلَى الْقَلِيبِ قَلِيبِ بَدْرٍ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأُتْبِعَ أَصْحَابُ القليب لعنة» . مُتَّفق عَلَيْهِ
