মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮১০
- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮১০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, একদা এমন একটি মহিলা —যাহার মাথায় কিছুটা গণ্ডগোল ছিল, সে আসিয়া বলিল, ইয়া রাসুলাল্লাহ্। আপনার সাথে আমার একটু দরকার আছে। উত্তরে তিনি বলিলেন: হে অমুকের মা। যেই গলিতেই তুমি আমাকে লইয়া যাইতে চাও, আমি তোমার কাজের জন্য তথায় যাইতে প্রস্তুত আছি। অতঃপর হুযুর (ছাঃ) মহিলাটির সহিত কোন এক রাস্তার পার্শ্বে নিরালায় কথাবার্তা বলিলেন, এমন কি সে তাহার প্রয়োজন সমাধা করিয়া চলিয়া গেল। -মুসলিম
كتاب الفضائل والشمائل
وَعَنْهُ أَنَّ امْرَأَةً كَانَتْ فِي عَقْلِهَا شَيْءٌ فَقَالَت: يَا رَسُول الله إِنِّي لِي إِلَيْكَ حَاجَّةً فَقَالَ: «يَا أُمَّ فُلَانٍ انْظُرِي أَيَّ السِّكَكِ شِئْتِ حَتَّى أَقْضِيَ لَكِ حَاجَتَكِ» فَخَلَا مَعَهَا فِي بَعْضِ الطُّرُقِ حَتَّى فرغت من حَاجَتهَا. رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান