মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৮০৮
প্রথম অনুচ্ছেদ - রাসূলুল্লাহ (সা.) -এর স্বভাব-চরিত্রের বর্ণনা
৫৮০৮। হযরত আনাস (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফজরের নামায পড়িয়া অবসর হইতেন, তখন মদীনাবাসীদের খাদেমগণ (দাস-দাসী) পানি ভরা পাত্র লইয়া তথায় উপস্থিত হইত। তিনি তাহাদের আনীত যে কোন পাত্রে নিজ হাত ডুবাইয়া দিতেন। তাহারা কখনও কখনও শীতকালে ভোরে আসিত, তখনও তিনি উহাতে হাত ডুবাইয়া দিতেন। —মুসলিম
وَعَنْ أَنَسٍ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى الْغَدَاةَ جَاءَ خَدَمُ الْمَدِينَةِ بِآنِيَتِهِمْ فِيهَا الْمَاءُ فَمَا يَأْتُونَ بإناءٍ إِلَّا غمسَ يدَه فِيهَا فرُبما جاؤوهُ بِالْغَدَاةِ الْبَارِدَةِ فَيَغْمِسُ يَدَهُ فِيهَا. رَوَاهُ مُسْلِمٌ

হাদীসের ব্যাখ্যা:

ইহা ছিল দীন-হীনদের সহিত তাঁহার সহমর্মিতার পরিচায়ক যে, মদীনা শরীফের ভীষণ শীত ও ঠাণ্ডার কষ্ট সহ্য করিয়া তাহাদের সন্তুষ্টির জন্য তিনি তাহাদের আবদার রক্ষা করিতেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৮০৮ | মুসলিম বাংলা