মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৯৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৬। হযরত জাবের ইবনে সামুরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর পায়ের উভয় গোড়ালী হাল্কা-পাতলা। তিনি মৃদু হাসি ব্যতীত (খিল খিল করিয়া উচ্চ স্বরে) হাসিতেন না। আর আমি যখনই তাহার দিকে তাকাইতাম, তখন আমি মনে মনে বলিতাম, তিনি চক্ষুতে সুরমা লাগাইয়াছেন। অথচ তখন তিনি সুরমা ব্যবহার করেন নাই। —তিরমিযী
وَعَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ: كَانَ فِي سَاقَيْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُمُوشَةٌ وَكَانَ لَا يَضْحَكُ إِلَّا تَبَسُّمًا وَكُنْتُ إِذَا نَظَرْتُ إِلَيْهِ قُلْتُ: أَكْحَلُ الْعَيْنَيْنِ وَلَيْسَ بأكحل. رَوَاهُ التِّرْمِذِيّ
