মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৯৫
দ্বিতীয় অনুচ্ছেদ - নবী (সা.) -এর নামসমূহ ও গুণাবলি
৫৭৯৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) হইতে সুন্দর কোন জিনিস আমি কখনও দেখিতে পাই নাই, মনে হইত যেন সূর্য তাঁহার মুখমণ্ডলে ভাসিতেছে। আর রাসূলুল্লাহ্ (ﷺ) অপেক্ষা চলার মধ্যে দ্রুতগতিসম্পন্ন কাহাকেও আমি দেখি নাই। তাঁহার চলার সময় মনে হইত যমীন যেন তাঁহার জন্য সংকুচিত হইয়া আসিত। আমরা তাঁহার সাথে সাথে চলার জন্য আপ্রাণ চেষ্টা করিয়া চলিতাম। অথচ তিনি স্বাভাবিক নিয়মে চলিতেন। – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: مَا رَأَيْتُ شَيْئًا أَحْسَنَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَن الشَّمْس تجْرِي على وَجْهِهِ وَمَا رَأَيْتُ أَحَدًا أَسْرَعَ فِي مَشْيِهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَأَنَّمَا الْأَرْضُ تُطْوَى لَهُ إِنَّا لَنُجْهِدُ أَنْفُسَنَا وَإنَّهُ لغير مكترث. رَوَاهُ التِّرْمِذِيّ
