মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়

হাদীস নং: ৫৭৬৭
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬৭। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ তোমরা আল্লাহর কাছে উসীলা কামনা কর। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! উসীলা কি? তিনি বলিলেন ; উহা বেহেশতের সর্বোচ্চ মর্যাদার একটি বিশেষ স্থান। যাহা কেবলমাত্র এক ব্যক্তিই লাভ করিবে। সুতরাং আশা করি আমিই হইব সেই ব্যক্তি। — তিরমিযী
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «سلوا الله الْوَسِيلَةَ» قَالُوا: يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَسِيلَةُ؟ قَالَ: «أَعْلَى دَرَجَةٍ فِي الْجَنَّةِ لَا يَنَالُهَا إِلَّا رجلٌ واحدٌ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ» . رَوَاهُ التِّرْمِذِيُّ

হাদীসের ব্যাখ্যা:

প্রত্যহ আযানের দো'আতেই দ্বারা রাসুলুল্লাহ্ (ﷺ) -এর জন্য আমরা সেই সুউচ্চ মাকামের দো'আ করিয়া থাকি।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭৬৭ | মুসলিম বাংলা