মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৬৬
দ্বিতীয় অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৬৬। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ আমাকে বেহেশতের তৈয়ারী পোশাকের একটি পোশাক পরিধান করান হইবে। অতঃপর আমি আরশে এলাহীর ডান পার্শ্বে গিয়া দাঁড়াইব। অথচ আমি ব্যতীত আল্লাহর সৃষ্ট মাল্লুকের অন্য কেহই উক্ত স্থানে দাঁড়াইতে পারিবে না। —তিরমিযী। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে “জামেউল উসুল” গ্রন্থে অপর একটি বর্ণনায় আছে—আমিই সর্বপ্রথম ব্যক্তি, যাহার কবর খুলিয়া যাইবে এবং আমাকেই সর্বপ্রথম কাপড় পরিধান করান হইবে।
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «فَأُكْسَى حُلَّةً مِنْ حُلَلِ الْجَنَّةِ ثُمَّ أَقُومُ عَنْ يَمِينِ الْعَرْشِ لَيْسَ أَحَدٌ مِنَ الْخَلَائِقِ يقومُ ذلكَ المقامَ غَيْرِي» . رَوَاهُ الترمذيُّ. وَفِي رِوَايَة «جَامع الْأُصُول» عَنهُ: «أَنَا أَوَّلُ مَنْ تَنْشَقُّ عَنْهُ الْأَرْضُ فَأُكْسَى»
