মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৫০
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৫০। হযরত সওবান (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা সমগ্র ভূপৃষ্ঠকে আমার জন্য সংকুচিত করিলেন, তখন আমি উহার পূর্ব ও পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখিতে পাইলাম। অদূর ভবিষ্যতে আমার উম্মতের রাজত্ব সেই পর্যন্ত পৌঁছিয়া যাইবে, যেই পর্যন্ত যমীন আমার জন্য সংকুচিত করা হইয়াছিল। আর আমাকে দুইটি ধনভাণ্ডার দেওয়া হইয়াছে, একটি লাল এবং অপরটি সাদা (অর্থাৎ, কায়সার ও কিসরার ধন ভাণ্ডার) আর আমি আমার রবের কাছে আমার উম্মতের জন্য এই ফরিয়াদ করি যেন তাহা দিগকে ব্যাপক দুর্ভিক্ষে ধ্বংস না করা হয়। আর তাহাদের উপর যেন স্বজাতি ব্যতীত অন্য শত্রুকে এমনভাবে চাপাইয়া না দেওয়া হয় যে, তাহারা মুসলমানদের কেন্দ্রস্থলকে গ্রহণ করিয়া লয়। আমার রব বলিলেন: হে মুহাম্মাদ। আমি যখন কোন ব্যাপারে ফয়সালা করিয়া ফেলি, তখন উহা পরিবর্তন হয় না। আমি তোমাকে তোমার উম্মতের ব্যাপারে এই প্রতিশ্রুতি দিতেছি যে, আমি তাহাদিগকে ব্যাপক দুর্ভিক্ষের দ্বারা ধ্বংস করিব না এবং তাহাদের স্বজাতি ব্যতীত শত্রুকে তাহাদের উপর এমনভাবে চাপাইয়া দিব না, যাহাতে উহারা মুসলমানদের কেন্দ্রস্থল ধ্বংস করিতে পারে। এমন কি যদি দুনিয়ার সমস্ত কাফের বিশ্বের সকল প্রান্ত হইতেও একত্রিত হইয়া মুসলমানদের উপর আক্রমণ চালায়। অবশ্য তাহারা (মুসলমানরা) পরস্পরে লড়াই করিবে। একে অন্যকে ধ্বংস করিতে থাকিবে এবং কয়েদ ও বন্দী করিতে থাকিবে। —মুসলিম,
وَعَنْ ثَوْبَانَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللَّهَ زَوَى لِيَ الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ: الْأَحْمَرَ وَالْأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وإنَّ ربِّي قَالَ: يَا محمَّدُ إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ وأنْ لَا أُسلطَ عَلَيْهِم عدُوّاً سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَيَسْبِي بَعضهم بَعْضًا . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
মোদ্দাকথা হইল, কাফেরগণ মুসলমানদিগকে নির্মূল করিতে পারিবে না; বরং মুসলমানগণ পরস্পরে লড়াই-যুদ্ধ করিয়া একে অন্যের ক্ষতি করিতে থাকিবে।
