মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
৩০- নবীজী সাঃ এর মর্যাদা ও শামাঈল অধ্যায়
হাদীস নং: ৫৭৪৯
প্রথম অনুচ্ছেদ - নবীকুল শিরোমণি -এর মর্যাদাসমূহ
৫৭৪৯। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন আমাকে ব্যাপক অর্থবোধক বাক্যের যোগ্যতাসহ প্রেরণ করা হইয়াছে এবং আমাকে ব্যক্তিত্বের প্রভাব দ্বারা সাহায্য করা হইয়াছে। একরাত্রে আমি যখন নিদ্রিতাস্থায় ছিলাম, এই সময় আমার নিকট পৃথিবীর যাবতীয় ধনভাণ্ডারের চাবিসমূহ আনা হয়, অতঃপর উহা আমার হাতে রাখিয়া দেওয়া হয়। —মোত্তাঃ
وَعَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ وَنُصِرْتُ بِالرُّعْبِ وبَينا أَنا نائمٌ رأيتُني أُوتيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الْأَرْضِ فَوُضِعَتْ فِي يَدِي» مُتَّفَقٌ عَلَيْهِ.
