মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭৩৪
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
তৃতীয় অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭৩৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ) আমার হাত ধরিয়া বলিলেনঃ আল্লাহ্ তা'আলা যমীন সৃষ্টি করিয়াছেন শনিবারে, পাহাড়-পর্বত সৃষ্টি করিয়াছেন রবিবারে, গাছ-গাছালি সৃষ্টি করিয়াছেন সোমবারে। মন্দ জিনিসসমূহ বানাইয়াছেন মঙ্গলবারে। আলো বা জ্যোতি সৃষ্টি করিয়াছেন বুধবারে, জীব-জন্তু ও প্রাণীজগতকে সৃষ্টি করিয়া গোটা বিশ্বে ছড়াইয়া দিয়াছেন বৃহস্পতিবারে। আর আদম (আঃ)-কে সৃষ্টি করিয়াছেন জুম্আবারে আসরের সময়ের পরে। বস্তুতঃ ইহাই সর্বশেষ সৃষ্টি, দিনের শেষ সময়েই সৃষ্টি করিয়াছেন। অর্থাৎ, আসর ও রাত্রির মধ্যবর্তী সময়ে। —মুসলিম
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ فَقَالَ: «خلق الله الْبَريَّة يَوْمَ السَّبْتِ وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الْأَحَدِ وَخلق الشّجر يَوْم الِاثْنَيْنِ وَخلق الْمَكْرُوه يَوْمَ الثُّلَاثَاءِ وَخَلَقَ النُّورَ يَوْمَ الْأَرْبِعَاءِ وَبَثَّ فِيهَا الدَّوَابَّ يَوْمَ الْخَمِيسِ وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فِي آخِرِ الْخَلْقِ وَآخِرِ سَاعَةٍ مِنَ النَّهَارِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلى اللَّيْل» . رَوَاهُ مُسلم