মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭১৯
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১৯। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলিয়াছেন দুই জন মহিলা এবং তাহাদের সঙ্গে তাহাদের দুইটি শিশু সন্তানও ছিল। এমন সময় হঠাৎ একটি বাঘ আসিয়া তাহাদের একজনের শিশুটি লইয়া গেল। তখন সঙ্গের অপর মহিলাটি বলিল, বাঘে তোমার শিশুটি নিয়াছে। দ্বিতীয় মহিলাটি বলিল; বাঘে নিয়াছে তোমার শিশু। অতঃপর উভয় মহিলা হযরত দাউদ (আঃ)-এর নিকট ইহার মীমাংসার জন্য বিচারপ্রার্থী হইল। তখন হযরত দাউদ (আঃ) শিশুটির ব্যাপারে বয়স্কা মহিলাটির পক্ষে রায় দিলেন। ইহার পর মহিলা দুই জন বাহির হইয়া দাউদ (আঃ)-এর পুত্র হযরত সুলাইমান (আঃ)-এর সম্মুখ দিয়া যাইতেছিল। এবং তাহারা উভয়ে তাহাকে সংশ্লিষ্ট মামলার রায়ের বিবরণ শুনাইল। তখন হযরত সুলাইমান (আঃ) উপস্থিত লোকজনকে বলিলেন, তোমরা আমার কাছে একখানা ছোরা নিয়া আস। আমি শিশুটিকে কাটিয়া দ্বি-খণ্ডিত করিয়া তাহাদের মধ্যে ভাগ করিয়া দিব। এই কথা শুনিয়া কম বয়স্কা মহিলাটি বলিয়া উঠিল—এই কাজ করিবেন না। আল্লাহ্ আপনার প্রতি রহম করুন। (আমি মানিয়া নিয়াছি) শিশুটি তাহারই। তখন তিনি সেই কম রয়ঙ্কা মহিলাটির পক্ষেই রায় দিয়া দিলেন। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: كَانَتِ امْرَأَتَانِ مَعَهُمَا ابْنَاهُمَا جَاءَ الذِّئْبُ فَذَهَبَ بِابْنِ إِحْدَاهُمَا فَقَالَتْ صَاحِبَتُهَا: إِنَّمَا ذَهَبَ بابنك. وَقَالَت الْأُخْرَى: إِنَّمَا ذهب بابنك فتحاكما إِلَى دَاوُدَ فَقَضَى بِهِ لِلْكُبْرَى فَخَرَجَتَا عَلَى سُلَيْمَانَ بْنِ دَاوُدَ فَأَخْبَرَتَاهُ فَقَالَ: ائْتُونِي بِالسِّكِّينِ أَشُقُّهُ بَيْنَكُمَا. فَقَالَتِ الصُّغْرَى: لَا تَفْعَلُ يَرْحَمُكَ اللَّهُ هُوَ ابْنُهَا فَقَضَى بِهِ لِلصُّغْرَى مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

হযরত দাউদ ও সুলাইমান (আঃ) উভয়ের বিচারই সঠিক ছিল, হযরত দাউদ হয়তো বাহ্যিক কোন আলামতের প্রেক্ষিতে নিজ ইজতেহাদে বয়স্কা মহিলার পক্ষে ফয়সালা দেন। কিন্তু হযরত সুলাইমান কৌশলে প্রকৃত মাতা নির্ণয়ের জন্য উক্ত প্রস্তাব দেন। ফলে দেখা যায় যে, ছোট বয়সের মহিলার মাতৃ-স্নেহ জাগিয়া উঠে এবং সে শিশুটিকে দ্বিখণ্ডিত করিতে বারণ করে। পক্ষান্তরে বয়স্কা মহিলাটি ইহাতে সম্মতি প্রকাশ করায় প্রমাণিত হইয়া যায় যে, আসলে এই শিশুটি তাহার নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭১৯ | মুসলিম বাংলা