মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭১১
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১১। হযরত উবাই ইবনে কা'ব (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন যেই বালকটিকে হযরত খাযের হত্যা করিয়াছিলেন, সে ছিল জন্মগত কাফের। যদি সে বাঁচিয়া থাকিত, তাহা হইলে সে তাহার পিতা-মাতাকে নাফরমানী ও কুফরের মধ্যে ফেলিয়া দিত (অথচ তাহারা ছিলেন ঈমানদার)। -মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْغُلَامَ الَّذِي قَتَلَهُ الْخَضِرُ طُبِعَ كَافِرًا وَلَوْ عَاشَ لَأَرْهَقَ أَبَوَيْهِ طُغْيَانًا وَكُفْرًا» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

সম্ভবতঃ হযরত খায়ের অহীর মাধ্যমে অবগত হইয়াছিলেন যে, এই বালকটি পরিণামে কুফরী করিবে, তাই খায়েরকে সেই বালককে কতল করার বিশেষভাবে নির্দেশ দেওয়া হইয়াছিল। (তা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৭১১ | মুসলিম বাংলা