মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৭১০
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭১০। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কাহারও পক্ষেই এই কথা বলা উচিত নয় যে, আমি (মুহাম্মাদ) হযরত ইউনুস ইবনে মাত্তা অপেক্ষা উত্তম। মোত্তাঃ, বুখারীর অপর এক বর্ণনায় আছে—রাসূলুল্লাহ্ (ছাঃ) বলিয়াছেন: যে ব্যক্তি বলিবে আমি (মুহাম্মাদ) হযরত ইউনুস ইবনে মাত্তা (আঃ) হইতে উত্তম, সে মিথ্যা বলিয়াছে।
كتاب أحوال القيامة وبدء الخلق
الفصل الاول (بَاب بدءالخلق وَذِكْرِ الْأَنْبِيَاءِ عَلَيْهِمُ الصَّلَاةُ وَالسَّلَامُ)
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: إِنِّي خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى . مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةِ البُخَارِيّ قَالَ: من قَالَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى فقد كذب

হাদীসের ব্যাখ্যা:

কেননা, নবুওত ও রেসালতের প্রেক্ষিতে সমস্ত নবীগণই সমান, অবশ্য বিশেষ বিশেষ বৈশিষ্ট্যে তাঁহাদের মধ্যে তারতম্য রহিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান