মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৭০৩
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - সৃষ্টির সূচনা ও নবী-রাসূলদের আলোচনা
৫৭০৩। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন। হযরত ইবরাহীম (আঃ) স্বয়ং নিজ হাতে নিজের খতনা করিয়াছেন 'কদুম' দ্বারা এবং তখন তাহার বয়স ছিল আশি বৎসর। মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اخْتَتَنَ إِبْرَاهِيمُ النَّبِيُّ وَهُوَ ابْنُ ثَمَانِينَ سَنَةً بِالْقَدُومِ» . مُتَّفق عَلَيْهِ
হাদীসের ব্যাখ্যা:
'কদুম' কাহারও মতে সিরিয়ার একটি বস্তির নাম। তবে অনেকের মতে উহা কুঠার জাতীয় একটি অস্ত্র, যেমন সুতার মিস্ত্রীদের বাইস।