মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৮০
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৮০। হযরত আবু উমামাহ (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) আল্লাহর বাণী— يُسْقَى مِنْ مَاءٍ صديد يتجرَّعُه (অর্থাৎ, দোযখীদের পুঁজ ও কদর্য-রক্ত জাহান্নামীদিগকে পান করান হইবে, যাহা তাহারা ঢগঢগ করিয়া গলাধঃকরণ করিবে।) এই আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেনঃ উক্ত পানীয় তাহার মুখের কাছে নেওয়া হইবে, কিন্তু সে উহাকে পছন্দ করিবে না। আর যখন উহাকে মুখের নিকটবর্তী করা হইবে, তখন তাহার চেহারা (উহার উত্তাপে) দগ্ধ হইয়া যাইবে এবং তাহার মাথার চামড়া খসিয়া পড়িবে। আর যখন সে উহা পান করিবে তখন তাহার নাড়িভুঁড়ি খণ্ড খণ্ড হইয়া মলদ্বার দিয়া নির্গত হইবে। এই প্রসঙ্গে আল্লাহ্ তা'আলা বলেনঃ (অর্থাৎ,) “এবং জাহান্নামীদিগকে এমন তপ্ত-গরম পানি পান করান হইবে যে, উহাতে তাহাদের নাড়িভুঁড়ি খণ্ড খণ্ড হইয়া বাহির হইবে।” আল্লাহ্ আরও বলিয়াছেনঃ “জাহান্নামীগণ যখন পানি চাহিবে তখন তেলের গাদের ন্যায় পানি তাহাদেরকে দেওয়া হইবে, যাহাতে তাহাদের চেহারা দগ্ধ হইয়া যাইবে। ইহা অতীব মন্দ পানীয় বস্তু।” – তিরমিযী
وَعَنْ أَبِي أُمَامَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي قَوْلِهِ: (يُسْقَى مِنْ مَاءٍ صديد يتجرَّعُه) قَالَ: يُقَرَّبُ إِلَى فِيهِ فَيَكْرَهُهُ فَإِذَا أُدْنِي مِنْهُ شَوَى وَجْهَهُ وَوَقَعَتْ فَرْوَةُ رَأْسِهِ فَإِذَا شَرِبَهُ قَطَّعَ أَمْعَاءَهُ حَتَّى يَخْرُجَ مِنْ دُبُرِهِ. يَقُولُ اللَّهُ تَعَالَى: (وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أمعاءهم) وَيَقُولُ: (وَإِنْ يَسْتَغِيثُوا يُغَاثُوا بِمَاءٍ كَالْمُهْلِ يَشْوِي الْوُجُوه بئس الشَّرَاب) رَوَاهُ التِّرْمِذِيّ
