মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৭৯
দ্বিতীয় অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৭৯। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, নবী (ﷺ) বলিয়াছেনঃ দোযখীদের মাথার উপর তপ্ত-গরম পানি ঢালা হইবে এবং উহা তাহার পেটের মধ্যে প্রবেশ করিবে, ফলে পেটের ভিতরে যাহাকিছু আছে, সমস্ত কিছু বিগলিত হইয়া পায়ের দিক দিয়া নির্গত হইবে। কুরআনে বর্ণিত الصَّهْرُ দ্বারা ইহাই বুঝান হইয়াছে। আবার সে পূর্ব অবস্থায় ফিরিয়া আসিবে (পুনরায় উহা ঢালা হইবে)। – তিরমিযী
وَعَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ الْحَمِيمَ لَيُصَبُّ عَلَى رؤوسهم فَينفذ الْحَمِيم حَتَّى يخلص إِلَى جَوْفه فسلت مَا فِي جَوْفِهِ حَتَّى يَمْرُقَ مِنْ قَدَمَيْهِ وَهُوَ الصَّهْرُ ثُمَّ يُعَادُ كَمَا كَانَ» . رَوَاهُ التِّرْمِذِيّ
হাদীসের ব্যাখ্যা:
কুরআনের আয়াতটি এই يُصَبُّ مِن فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ (অর্থাৎ, তাহাদের মাথায় গরম পানি ঢালা হইবে, যদ্দরুন তাহাদের পেটের নাড়িভুঁড়ি সকল গলিয়া বাহির হইয়া যাইবে। ইহার পর তাহার দেহ পূর্বাবস্থায় ফিরিয়া আসিবে এবং পুনরায় ঐ ব্যবহার করা হইবে।)
