মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৭১
প্রথম অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৭১। হযরত সামুরা ইবনে জুনদুব (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: দোযখীদের মধ্যে কোন কোন লোক এমন হইবে, দোযখের আগুন তাহার পায়ের টাখনু পর্যন্ত পৌঁছিবে। তাহাদের মধ্যে কাহারও হাঁটু পর্যন্ত আগুন পৌঁছিবে,কাহারও কাহারও কোমর পর্যন্ত এবং কাহারও কাহারও গর্দান পর্যন্ত পৌঁছিবে। —মুসলিম
وَعَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى كَعْبَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى رُكْبَتَيْهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّارُ إِلَى حُجْزَتِهِ وَمِنْهُمْ مَنْ تَأْخُذُهُ النَّار إِلَى ترقوته» . رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে পাপের পরিমাণ অনুপাতে জাহান্নামীদের শাস্তির তারতম্য বর্ণনা করা হয়েছে। এ শাস্তি হবে কাফেরদের। বোঝা যাচ্ছে, তাদের প্রধান শাস্তি হবে আগুনে পোড়ানো। বিভিন্ন হাদীছে জানানো হয়েছে, যার শাস্তি সর্বাপেক্ষা কম হবে তার পায়ের তলদেশে জ্বলন্ত কয়লা রেখে দেওয়া হবে। তাতেই তার মাথার মগজ টগবগ করে ফুটতে থাকবে। তাহলে যার টাখনু পর্যন্ত পুরো পা আগুনে জ্বলবে, তার শাস্তি কতটা তীব্র হবে? এমনিভাবে পর্যায়ক্রমে বাড়তে বাড়তে যার কণ্ঠনালী পর্যন্ত আগুনে ডুবে যাবে, তার কী অবস্থা হবে? তবে আগুনে পোড়ার শাস্তি যে মাত্রারই হোক না কেন তা দুর্বিষহ। আমাদের জন্য কোনওটিকেই হালকা করে দেখার সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সে শাস্তি থেকে হেফাজত করুন। আমাদেরকে ঈমানের সঙ্গে মৃত্যুদান করুন। আমীন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
জাহান্নামে কাফেরদের কুফরের মাত্রাভেদ অনুযায়ী শান্তিরও মাত্রাভেদ হবে। সে শাস্তি যে মাত্রারই হোক না কেন, তা থেকে রক্ষা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমান ও আমলের মেহনত চালিয়ে যেতে হবে।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
জাহান্নামে কাফেরদের কুফরের মাত্রাভেদ অনুযায়ী শান্তিরও মাত্রাভেদ হবে। সে শাস্তি যে মাত্রারই হোক না কেন, তা থেকে রক্ষা পাওয়ার জন্য মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমান ও আমলের মেহনত চালিয়ে যেতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
