মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৭০
প্রথম অনুচ্ছেদ - জাহান্নাম ও জাহান্নামীদের বর্ণনা
৫৬৭০। হযরত আনাস (রাঃ) হইতে বর্ণিত, নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন : আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন সর্বাপেক্ষা কম ও সহজতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে বলিবেনঃ যদি গোটা পৃথিবী পরিমাণ সম্পদ তোমার থাকিত, তাহা হইলে তুমি কি সমুদয়ের বিনিময়ে এই আযাব হইতে মুক্তি পাওয়ার চেষ্টা করিতে ? সে বলিবে; হ্যাঁ, তখন আল্লাহ্ তা'আলা বলিবেন: আদমের ঔরসে থাকাকালে ইহার চাইতেও সহজতর বিষয়ের আমি হুকুম করিয়া ছিলাম যে, আমার সহিত কাহাকেও শরীক করিও না, কিন্তু তুমি ইহা অমান্য করিয়াছ এবং আমার সহিত শরীক করিয়াছ। মোত্তাঃ
وَعَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: يَقُولُ اللَّهُ لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ: لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ أَكَنْتَ تَفْتَدِي بِهِ؟ فَيَقُولُ: نَعَمْ. فَيَقُولُ: أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي شَيْئًا فَأَبَيْتَ إِلَّا أَنْ تُشْرِكَ بِي . مُتَّفق عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

‘আদমের ঔরস' দ্বারা — أَلَسْتُ بِرَبِّكُمْ -এর দিকে ইংগিত করা হইয়াছে। সেই ওয়াদা-অঙ্গীকার লওয়ার পর পুনরায় আদমের ভিতরে ঢুকাইয়া দেওয়া হইয়াছে এবং যথাসময়ে দুনিয়াতে আসিয়া আল্লাহর আদেশ ও নিষেধের প্রতি তোয়াক্কা করে নাই ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৬৭০ | মুসলিম বাংলা