মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৬৩
তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৬৩। হযরত ইমাম মালেক ইবনে আনাস (রাঃ)-কে আল্লাহর বাণী إِلى ربِّها ناظرة সম্পর্কে জিজ্ঞাসা করা হয় এবং বলা হয়, এক সম্প্রদায় (মু'তাযেলাগণ) বলে যে, ইহার অর্থ ‘তাহারা নিজ সওয়াবের দিকে তাকাইয়া থাকিবে।' তখন ইমাম মালেক বলেন, তাহারা মিথ্যা বলিয়াছে। তাহারা এই আয়াতের কি ব্যাখ্যা করিবে ? كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لمحجوبونَ (অর্থাৎ, কাফেরদিগকে তাহাদের পরওয়ারদিগারের দর্শন হইতে আড়ালে রাখা হইবে।) সুতরাং ইমাম মালেক (রহঃ) বলেন, আয়াতটির ভাষ্য হইতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, ঈমানদার লোকেরা কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলাকে চাক্ষুষ দেখিতে পাইবে। তিনি আরও বলেন, কিয়ামতের দিন যদি ঈমানদারগণ তাহাদের পরওয়ারদিগারকে দেখিতে না পাইত, তাহা হইলে —كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لمحجوبون এই বাক্য দ্বারা আল্লাহ্ তা'আলা কাফেরদিগকে তাঁহার দর্শন না পাওয়াতে তিরস্কার করিতেন না। —শরহে সুন্নাহ্
وسُئل مَالك بن أَنسٍ عَن قَوْله تَعَالَى (إِلى ربِّها ناظرة) فَقِيلَ: قَوْمٌ يَقُولُونَ: إِلَى ثَوَابِهِ. فَقَالَ مَالِكٌ: كَذَبُوا فَأَيْنَ هُمْ عَنْ قَوْلُهُ تَعَالَى: (كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لمحجوبونَ) ؟ قَالَ مَالِكٌ النَّاسُ يَنْظُرُونَ إِلَى اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ بِأَعْيُنِهِمْ وَقَالَ: لَوْ لَمْ يَرَ الْمُؤْمِنُونَ رَبَّهُمْ يَوْمَ الْقِيَامَةِ لَمْ يُعَيِّرِ اللَّهُ الْكَفَّارَ بِالْحِجَابِ فَقَالَ (كَلَّا إِنَّهُمْ عَنْ رَبِّهِمْ يَوْمَئِذٍ لمحجوبون) رَوَاهُ فِي «شرح السّنة»
