মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৬৬২
তৃতীয় অনুচ্ছেদ - আল্লাহ তাআলার দর্শনলাভ
৫৬৬২। হযরত ইবনে মাসউদ (রাঃ) আল্লাহর বাণী فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى ও مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى এবং لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡکُبۡرٰی এই সকল আয়াতের ব্যাখ্যায় বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত জিবরাঈলকে দেখিয়াছেন যে, তাঁহার ছয় শত ডানা আছে। —মোত্তাঃ। আর তিরমিযীর বর্ণনায় আছে—ইবনে মাসউদ (রাঃ) مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى -এর সম্পর্কে বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) জিবরাঈলকে এক জোড়া সবুজ পোশাক পরিহিত অবস্থায় দেখিয়াছেন, তিনি আসমান ও যমীনের মধ্যবর্তী শূন্যতাকে জুড়িয়া রাখিয়াছেন। আর বুখারীর এক বর্ণনায় আছে — لَقَدۡ رَاٰی مِنۡ اٰیٰتِ رَبِّهِ الۡکُبۡرٰی এর ব্যাখ্যায় ইবনে মাসউদ (রাঃ) বলিয়াছেন, রাসূলুল্লাহ্ (ﷺ) সবুজ বর্ণের রফরফ (পরিহিত জিবরাঈলকে) দেখিয়াছেন, যাহা গোটা আকাশ জুড়িয়া রাখিয়াছে।
وَعَن ابْن مَسْعُود فِي قَوْلِهِ: (فَكَانَ قَابَ قَوْسَيْنِ أَوْ أَدْنَى) وَفِي قَوْلِهِ: (مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى) وَفِي قَوْلِهِ: (رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى) قَالَ فِيهَا كُلِّهَا: رَأَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ لَهُ سِتُّمِائَةِ جَنَاحٍ. مُتَّفَقٌ عَلَيْهِ وَفِي رِوَايَةِ التِّرْمِذِيِّ قَالَ: (مَا كَذَبَ الْفُؤَادُ مَا رَأَى) قَالَ: رَأَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلَ فِي حُلَّةٍ مِنْ رَفْرَفٍ قَدْ مَلَأَ مَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ وَلَهُ وَلِلْبُخَارِيِّ فِي قَوْلِهِ: (لَقَدْ رَأَى مِنْ آيَاتِ رَبِّهِ الْكُبْرَى) قَالَ: رَأَى رَفْرَفًا أَخْضَرَ سَدَّ أُفُقَ السَّمَاءِ

হাদীসের ব্যাখ্যা:

খারেজী ও মু'তাযেলা সম্প্রদায়ের আকীদা হইল, কিয়ামতের দিন কোন মানুষই আল্লাহকে দেখিতে পাইবে না। তাই তাহারা ناظرة -এর অর্থ করে, ‘তাহারা সওয়াব দেখিবে।'
tahqiqতাহকীক:তাহকীক চলমান