মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৪৮
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪৮। হযরত আবু সাঈদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ নিম্নমানের জান্নাতবাসীর জন্য আশি হাজার খাদেম এবং বাহাত্তর জন স্ত্রী হইবে, তাহার জন্য গম্বুজ আকৃতির ছাউনি স্থাপন করা হইবে, যাহা মণি-মুক্তা, হীরা ও ইয়াকুত দ্বারা নির্মিত। উক্ত ছাউনির প্রশস্ততা হইবে জাবিয়া হইতে সাআ পর্যন্ত মধ্যবর্তী দূরত্বের পরিমাণ।
উক্ত সনদে আরও বর্ণিত হইয়াছে—রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোন বেহেশতী লোক (দুনিয়াতে) মারা যাইবে, সে বেহেশতে ত্রিশ বৎসর বয়সী (যুবক) হইয়া জান্নাতে প্রবেশ করিবে। এবং এই বয়স (-এর আকৃতি) কখনও বৃদ্ধি পাইবে না। দোযখবাসীরাও অনুরূপ ( ৩০ বৎসর বয়সী) হইবে।
উক্ত সনদে অপর এক বর্ণনায় আছে—হুযূর (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতবাসীদের মাথায় এমন মুকুট রাখা হইবে, যাহার মামুলী মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করিবে।
অত্র সনদে অপর এক বর্ণনায় আছে—নবী (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতবাসী যখন বেহেশতে সন্তান কামনা করিবে, তখন গর্ভ, প্রসব এবং তাহার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংঘটিত হইয়া যাইবে। ইসহাক ইবনে ইবরাহীম বলেন, মু'মেন যখনই বেহেশতে সন্তানের আকাঙ্ক্ষা করিবে, তখনই সে সন্তান পাইবে, তবে কেহই এই আকাঙ্ক্ষা করিবে না। —তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব। ইবনে মাজাহ্ চতুর্থটি আর দারেমী কেবলমাত্র শেষ অংশটি বর্ণনা করিয়াছেন।
উক্ত সনদে আরও বর্ণিত হইয়াছে—রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ ছোট বয়সে কিংবা বৃদ্ধ বয়সে যে কোন বেহেশতী লোক (দুনিয়াতে) মারা যাইবে, সে বেহেশতে ত্রিশ বৎসর বয়সী (যুবক) হইয়া জান্নাতে প্রবেশ করিবে। এবং এই বয়স (-এর আকৃতি) কখনও বৃদ্ধি পাইবে না। দোযখবাসীরাও অনুরূপ ( ৩০ বৎসর বয়সী) হইবে।
উক্ত সনদে অপর এক বর্ণনায় আছে—হুযূর (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতবাসীদের মাথায় এমন মুকুট রাখা হইবে, যাহার মামুলী মুক্তা দুনিয়ার পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত করিবে।
অত্র সনদে অপর এক বর্ণনায় আছে—নবী (ﷺ) বলিয়াছেনঃ বেহেশতবাসী যখন বেহেশতে সন্তান কামনা করিবে, তখন গর্ভ, প্রসব এবং তাহার বয়স চাহিদা অনুযায়ী মুহূর্তের মধ্যে সংঘটিত হইয়া যাইবে। ইসহাক ইবনে ইবরাহীম বলেন, মু'মেন যখনই বেহেশতে সন্তানের আকাঙ্ক্ষা করিবে, তখনই সে সন্তান পাইবে, তবে কেহই এই আকাঙ্ক্ষা করিবে না। —তিরমিযী। তিনি বলিয়াছেন হাদীসটি গরীব। ইবনে মাজাহ্ চতুর্থটি আর দারেমী কেবলমাত্র শেষ অংশটি বর্ণনা করিয়াছেন।
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَدْنَى أَهْلِ الْجَنَّةِ الَّذِي لَهُ ثَمَانُونَ أَلْفَ خَادِمٍ وَاثْنَتَانِ وَسَبْعُونَ زَوْجَةً وَتُنْصَبُ لَهُ قُبَّةٌ مِنْ لُؤْلُؤٍ وَزَبَرْجَدٍ وَيَاقُوتٍ كَمَا بَيْنَ الْجَابِيَةِ إِلَى صَنْعَاءَ» وَبِهَذَا الْإِسْنَاد قَالَ (ضَعِيف) : «وَمَنْ مَاتَ مِنْ أَهْلِ الْجَنَّةِ مِنْ صَغِيرٍ أَوْ كَبِيرٍ يُرَدُّونَ بَنِي ثَلَاثِينَ فِي الْجَنَّةِ لَا يَزِيدُونَ عَلَيْهَا أَبَدًا وَكَذَلِكَ أَهْلُ النَّارِ» وَبِهَذَا الْإِسْنَاد قَالَ (ضَعِيف) : «إِنَّ عليهمُ التيجانَ أَدْنَى لُؤْلُؤَةٍ مِنْهَا لَتُضِيءُ مَا بَيْنَ الْمَشْرِقِ والمغربِ» وَبِهَذَا الإِسناد قَالَ (صَحِيح لغيره) : «الْمُؤْمِنُ إِذَا اشْتَهَى الْوَلَدَ فِي الْجَنَّةِ كَانَ حَمْلُهُ وَوَضْعُهُ وَسِنُّهُ فِي سَاعَةٍ كَمَا يُشْتَهَى» وَقَالَ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ فِي هَذَا الْحَدِيثِ: إِذَا اشْتَهَى الْمُؤْمِنُ فِي الْجَنَّةِ الْوَلَدَ كَانَ فِي سَاعَة وَلَكِن لَا يَشْتَهِي (قَول اسحاق لَيْسَ من الحَدِيث) رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ: هَذَا حَدِيث غَرِيب. روى ابْن مَاجَه الرَّابِعَة والدارمي الْأَخِيرَة
