মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৬৪৬
দ্বিতীয় অনুচ্ছেদ - জান্নাত ও জান্নাতবাসীদের বিবরণ
৫৬৪৬। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলিয়াছেনঃ জান্নাতে একটি বাজার রহিয়াছে, সেখানে ক্রয়-বিক্রয় নাই; বরং উহাতে নারী-পুরুষদের আকৃতিসমূহ থাকিবে। সুতরাং যখনই কেহ কোন আকৃতিকে পছন্দ করিবে, তখন সে সেই আকৃতিতে প্রবেশ করিবে (অর্থাৎ, রূপান্তরিত হইবে)। —তিরমিযী। তিনি বলিয়াছেন, হাদীসটি গরীব।
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِن فِي الْجَنَّةِ لَسُوقًا مَا فِيهَا شِرًى وَلَا بَيْعٌ إِلَّا الصُّوَرَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ فَإِذَا اشْتَهَى الرَّجُلُ صُورَةً دَخَلَ فِيهَا» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَقَالَ: هَذَا حَدِيثٌ غَرِيبٌ
