মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৮৩
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৮৩। মুসলিমের অপর এক রেওয়ায়ত হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত আছে—তবে আল্লাহর উক্তি, "হে আদম সন্তান! কবে নাগাদ আমি তোমার চাহিদা হইতে রেহাই পাইব" । ইহা হইতে শেষ পর্যন্ত হাদীসের অংশটি তিনি বর্ণনা করেন নাই। অবশ্য এই কথাগুলি বর্ধিত আছে যে, আল্লাহ্ তাহাকে স্মরণ করাইয়া বলিবেন: তুমি আমার কাছে ইহা চাও, উহা চাও। অবশেষে যখন তাহার আকাঙ্ক্ষা শেষ হইয়া যাইবে, তখন আল্লাহ্ তা'আলা বলিবেনঃ যাও, তোমার চাহিদামত উহা তো তোমাকে দিলামই এবং অনুরূপ আরও দশ গুণ প্রদান করিলাম। রাসুলুল্লাহ্ (ছাঃ) বলিয়াছেন, সে জান্নাতে তাহার ঘরে প্রবেশ করিবে এবং সঙ্গে প্রবেশ করিবে 'হুরে ঈন' হইতে তাহার দুই জন বিবি। তখন হুরদ্বয় বলিবে; সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি তোমাকে আমাদের জন্য জীবিত করিয়াছেন এবং আমাদিগকে তোমার জন্য জীবিত রাখিয়াছেন। হুযুর (ছাঃ) ইহাও বলিয়াছেন, তখন লোকটি বলিবে, আমাকে "যাহাকিছু দেওয়া হইয়াছে। এই পরিমাণ আর কাহাকেও দেওয়া হয় নাই।
وَفِي رِوَايَة لَهُ عَن أبي سعيدٍ نَحْوَهُ إِلَّا أَنَّهُ لَمْ يَذْكُرْ فَيَقُولُ: يَا ابْنَ آدَمَ مَا يَصْرِينِي مِنْكَ؟ إِلَى آخِرِ الْحَدِيثِ وَزَادَ فِيهِ: وَيَذْكُرُهُ اللَّهُ: سَلْ كَذَا وَكَذَا حَتَّى إِذَا انْقَطَعَتْ بِهِ الْأَمَانِيُّ قَالَ اللَّهُ: هُوَ لَكَ وَعَشَرَةُ أَمْثَالِهِ قَالَ: ثُمَّ يَدْخُلُ بَيْتَهُ فَتَدْخُلُ عَلَيْهِ زَوْجَتَاهُ مِنَ الْحُورِ الْعِينِ فَيَقُولَانِ: الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَحْيَاكَ لَنَا وَأَحْيَانَا لَكَ. قَالَ: فَيَقُولُ: مَا أَعْطَى أَحَدٌ مثلَ مَا أَعْطَيْت
