মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৭৮
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭৮। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) হইতে বর্ণিত, একদা কতিপয় লোক জিজ্ঞাসা করিল ইয়া রাসূলাল্লাহ্। কিয়ামতের দিন কি আমরা আমাদের রবকে দেখিতে পাইব? তিনি বলিলেন: হ্যাঁ, মেঘমুক্ত দ্বিপ্রহরের আকাশে তোমরা সূর্য দেখিতে কি কষ্ট পাও? (অর্থাৎ, বাধাপ্রাপ্ত হও?) এবং মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখিতে কি তোমাদের কোন প্রকার অসুবিধা হয়? তাহারা বলিল, না, ইয়া রাসুলাল্লাহ্। তিনি বলিলেন, কিয়ামতের দিন আল্লাহকে দেখিতে তোমাদের ইহার চাইতে বেশী কোন অসুবিধা হইবে না যাহা এই দুইটিকে দেখিতে তোমাদের হইয়া থাকে। যখন কিয়ামত সংঘটিত হইবে, তখন একজন ঘোষক ঘোষণা দিবে প্রত্যেক উম্মত, যে যাহার এবাদত করিত সে যেন তাহার অনুসরণ করে। তখন যাহারা আল্লাহকে ব্যতীত মূর্তি-প্রতিমা ইত্যাদির এবাদত করিত, উহাদের একজনও অবশিষ্ট থাকিবে না : বরং সকলেই জাহান্নামের মধ্যে গিয়া পড়িবে। শেষ পর্যন্ত এক আল্লাহর এবাদতকারী নেক্কার ও গোনাহগার ছাড়া তথায় আর কেহই বাকী থাকিবে না। ইহার পর রাব্বুল আলামীন তাহাদের নিকট আসিবেন এবং বলিবেন: তোমরা কাহার অপেক্ষায় আছ ? প্রত্যেক উম্মত, যে যাহার এবাদত করিত, সে তো উহারই অনুসরণ করিয়াছে। তাহারা বলিবে, হে আমাদের রব! আমরা তো সেই সকল লোকদিগকে দুনিয়াতেই বর্জন করিয়াছিলাম যখন আজিকার অপেক্ষায় তাহাদের কাছে আমাদের বেশী প্রয়োজন ছিল। আমরা কখনও তাহাদের সঙ্গে চলি নাই।
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ أُنَاسًا قَالُوا يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نَعَمْ هَلْ تُضَارُّونَ فِي رُؤْيَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ صَحْوًا لَيْسَ فِيهَا سَحَابٌ؟» قَالُوا: لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ: مَا تَضَارُّونَ فِي رُؤْيَةِ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ إِلَّا كَمَا تُضَارُّونَ فِي رُؤْيَةِ أَحَدِهِمَا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ أَذَّنَ مُؤَذِّنٌ لِيَتَّبِعْ كُلُّ أُمَّةٍ مَا كَانَتْ تَعْبُدُ فَلَا يَبْقَى أَحَدٌ كَانَ يعبد غيرالله مِنَ الْأَصْنَامِ وَالْأَنْصَابِ إِلَّا يَتَسَاقَطُونَ فِي النَّارِ حَتَّى إِذَا لَمْ يَبْقَ إِلَّا مَنْ كَانَ يَعْبُدُ اللَّهَ مِنْ بَرٍّ وَفَاجِرٍ أَتَاهُمْ رَبُّ الْعَالَمِينَ قَالَ: فَمَاذَا تَنْظُرُونَ؟ يَتْبَعُ كُلُّ أُمَّةٍ مَا كَانَت تعبد. قَالُوا: ياربنا فَارَقْنَا النَّاسَ فِي الدُّنْيَا أَفْقَرَ مَا كُنَّا إِلَيْهِم وَلم نصاحبهم
