মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৭৬
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭৬। হযরত হোযাইফা (রাঃ) রাসুলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইতে শাফাআতের হাদীস বর্ণনা প্রসঙ্গে বলেন, তিনি বলিয়াছেন : আমানত ও আত্মীয়তাকে পাঠান হইবে, তখন উভয়টি পুলসিরাতের ডানে ও বামে উভয় পার্শ্বে দাঁড়াইবে। —মুসলিম
وَعَنْ حُذَيْفَةَ فِي حَدِيثِ الشَّفَاعَةِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «وَتُرْسَلُ الْأَمَانَةُ وَالرَّحِمُ فَتَقُومَانِ جَنَبَتَيِ الصِّرَاطِ يَمِينًا وَشِمَالًا» رَوَاهُ مُسلم
হাদীসের ব্যাখ্যা:
অর্থাৎ, যাহারা দুনিয়াতে আমানত ও আত্মীয়তার হক আদায় করিয়াছে তাহাদের পক্ষে সুপারিশ করিবে এবং যাহারা হক আদায় করে নাই তাহাদের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করিবে।
