মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫৭৫
প্রথম অনুচ্ছেদ - হাওযে কাওসার ও শাফাআতের বর্ণনা
৫৫৭৫। হযরত আবু হোরায়রা (রাঃ) হইতে বর্ণিত, একদা নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কিছু গোশত আনা হইল এবং তাহার খেদমতে বাজুর গোশ্তটিই পেশ করা হইল। মূলতঃ তিনি এই গোশত (খাইতেই) বেশী পছন্দ করিতেন। কাজেই তিনি উহা হইতে দাত দিয়া ছিঁড়িয়া ছিঁড়িয়া খাইলেন। তারপর বলিলেন: কিয়ামতের দিন আমি হইব সমস্ত মানুষের সরদার, যেইদিন মানবমণ্ডলী রাব্বুল আলামীনের সম্মুখে দণ্ডায়মান হইবে এবং সূর্য থাকিবে (মাথার)) খুব নিকটে। পেরেশানী ও দুশ্চিন্তায় মানুষ এমন এক করুণ অবস্থায় পৌঁছিবে, যাহা সহা করিবার শক্তি তাহাদের থাকিবে না। তখন তাহারা (অস্থির হইয়া পরস্পরে) বলাবলি করিবে, তোমরা কি এমন কোন ব্যক্তিকে খোঁজ করিয়া পাও না, যিনি তোমাদের রবের কাছে তোমাদের জন্য সুপারিশ করিবেন? তখন তাহারা হযরত আদম (আঃ)-এর নিকট আসিবে। ইহার পর বর্ণনাকারী হযরত আবু হোরায়রা (রাঃ) শাফা'আত সম্পৰ্কীয় হাদীসটি (যাহা পূর্বে বর্ণিত হইয়াছে) বর্ণনা করেন।

নবী (ছাঃ) বলেন, তখন আমি আরশের নীচে যাইব এবং আমার রবের উদ্দেশ্যে সজদায় লুটাইয়া পড়িব। তখন আল্লাহ্ তা'আলা তাঁহার হাম্দ ও সানার এমন কিছু উত্তম বাক্য আমার অন্তরে ঢালিয়া দিবেন যাহা আমার পূর্বে কাহারও জন্য উন্মুক্ত করেন নাই। অতঃপর আল্লাহ্ তা'আলা বলিবেন, হে মুহাম্মাদ। আপনার মাথা উঠান। আপনি প্রার্থনা করুন, যাহা চাহিবেন তাহা দেওয়া হইবে। সুপারিশ করুন, আপনার সুপারিশ কবুল করা হইবে। নবী (ছাঃ) বলেন, তখন আমি মাথা উঠাইব এবং বলিব, হে আমার রব। আমার উম্মত, হে আমার রব। আমার উম্মত, হে আমার রব আমার উম্মত। তখন আমাকে বলা হইবে, হে মুহাম্মাদ। আপনার উম্মতের যাহাদের নিকট হইতে কোন হিসাব লওয়া হইবে না তাহাদিগকে আপনি জান্নাতের দরওয়াজাসমূহের ডানদিকের দ্বার- পথে প্রবেশ করাইয়া দিন এবং তাহারা সেই সমস্ত দরওয়াজা ছাড়াও অন্যান্য দরওয়াজা দিয়া অপরাপর লোকদের সহিত প্রবেশ করিবারও অধিকার রাখে। অতঃপর নবী (ছাঃ) বলেন, সেই সত্তার কসম করিয়া বলিতেছি, যাঁহার হাতে আমার প্রাণ। জান্নাতের দরওয়াজাসমূহের উভয় পাটের ব্যবধান, যেমন—মক্কা ও হিজর নামক স্থানের মধ্যকার দূরত্ব পরিমাণ। — মোত্তাঃ
وَعَنْهُ قَالَ أَتَى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَسَ مِنْهَا نَهْسَةً ثُمَّ قَالَ: «أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ يَوْمَ يَقُومَ النَّاسُ لِرَبِّ الْعَالمين وتدنو الشَّمْس فَيبلغ مِنَ الْغَمِّ وَالْكَرْبِ مَا لَا يُطِيقُونَ فَيَقُولُ النَّاس أَلا تنْظرُون من يشفع لكم إِلَى ربكُم؟ فَيَأْتُونَ آدَمَ» . وَذَكَرَ حَدِيثَ الشَّفَاعَةِ وَقَالَ: «فَأَنْطَلِقُ فَآتِي تَحْتَ الْعَرْشِ فَأَقَعُ سَاجِدًا لِرَبِّي ثُمَّ يَفْتَحُ اللَّهُ عَلَيَّ مِنْ مَحَامِدِهِ وَحُسْنِ الثَّنَاءِ عَلَيْهِ شَيْئًا لَمْ يَفْتَحْهُ عَلَى أَحَدٍ قَبْلِي ثُمَّ قَالَ يَا مُحَمَّدُ ارْفَعْ رَأْسَكَ وَسَلْ تُعْطَهْ وَاشْفَعْ تُشَفَّعْ فَأَرْفَعُ رَأْسِي فَأَقُولُ أُمَّتِي يارب أمتِي يارب فَيُقَالُ يَا مُحَمَّدُ أَدْخِلْ مِنْ أُمَّتِكَ مَنْ لَا حِسَابَ عَلَيْهِمْ مِنَ الْبَابِ الْأَيْمَنِ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ وَهُمْ شُرَكَاءُ النَّاسِ فِيمَا سِوَى ذَلِكَ مِنَ الْأَبْوَابِ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ مَا بَيْنَ الْمِصْرَاعَيْنِ مِنْ مَصَارِيعِ الْجَنَّةِ كَمَا بَيْنَ مَكَّةَ وَهَجَرَ» . مُتَّفَقٌ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মিশকাতুল মাসাবীহ - হাদীস নং ৫৫৭৫ | মুসলিম বাংলা