মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
হাদীস নং: ৫৫৫৩
প্রথম অনুচ্ছেদ - হিসাব-নিকাশ, প্রতিশোধ গ্রহণ ও মীযানের বর্ণনা
৫৫৫৩। হযরত আবু সাঈদ [খুদূী (রাঃ)] বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: কিয়ামতের দিন হযরত নূহ (আঃ)-কে উপস্থিত করা হইবে এবং তাঁহাকে জিজ্ঞাসা করা হইবে; তুমি কি আমার হুকুম-আহকাম মানুষদের কাছে পৌঁছাইয়াছিলে ? তিনি বলিবেন : হ্যাঁ, পৌঁছাইয়াছিলাম – হে আমার রব! তখন তাহার উম্মতগণকে জিজ্ঞাসা করা হইবে, - তিনি কি তোমাদিগকে (আমার হুকুম-আহকাম ) পৌঁছাইয়া দিয়াছিলেন? তাহারা বলিবে— আমাদের কাছে (এই দিন সম্পর্কে) কোন ভীতি প্রদর্শনকারী আসে নাই। তখন নূহ (আঃ)-কে বলা হইবে; তোমার সাক্ষী কে আছে? উত্তরে নূহ (আঃ) বলিবেন, মুহাম্মাদ (ছাঃ) ও তাঁহার উম্মতগণ। রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তখন তোমাদিগকে উপস্থিত করা হইবে এবং তোমরা এই সাক্ষ্য দিবে যে, অবশ্যই হযরত নূহ (আঃ) তাহার উম্মতের নিকট আল্লাহর বাণী পৌঁছাইয়া দিয়াছেন। অতঃপর রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি পাঠ করিলেন— অর্থাৎ, আর এইভাবেই আমি তোমাদিগকে একটি মধ্যপন্থী উম্মতরূপে প্রতিষ্ঠিত করিয়াছি, যাহাতে তোমরা মানব জাতির সাক্ষী হইতে পার। আর রাসুল [হযরত মুহাম্মাদ (ছাঃ)] তোমাদের জন্য সাক্ষী হন। বুখারী
وَعَنْ أَبِي سَعِيدٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يُجَاءُ بِنُوحٍ يَوْمَ الْقِيَامَةِ فَيُقَالُ لَهُ: هَلْ بَلَّغْتَ؟ فَيَقُولُ: نَعَمْ يَا رَبِّ فَتُسْأَلُ أُمَّتُهُ: هَلْ بَلَّغَكُمْ؟ فَيَقُولُونَ: مَا جَاءَنَا مِنْ نَذِيرٍ. فَيُقَالُ: مَنْ شُهُودُكَ؟ فَيَقُولُ: مُحَمَّدٌ وَأُمَّتُهُ . فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فيجاء بكم فتشهدون على أنَّه قد بلَّغَ» ثُمَّ قَرَأَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ (وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدا) رَوَاهُ البُخَارِيّ
হাদীসের ব্যাখ্যা:
হযরত নূহ্ (আঃ) যে তাঁহার জাতি ও উম্মতকে তাবলীগ করিয়াছেন, আর তাহারা নূহ (আঃ)-এর সাথে যে আচরণ করিয়াছে, উহার বিস্তারিত বর্ণনা কুরআনে হাকীমে রহিয়াছে, উহার ভিত্তিতে আমরা তাহার পক্ষে সাক্ষ্য দিব এবং হুযূর (ﷺ) আমা দের সাফাই সাক্ষী প্রদান করিবেন।
