মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৯- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা

হাদীস নং: ৫৫২২
- সৃষ্টির সূচনা ও কিয়ামত পরবর্তী বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - শিঙ্গায় ফুৎকার
৫৫২২। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন: আল্লাহ্ তা'আলা কিয়ামতের দিন যমীনকে মুষ্টির মধ্যে নিয়া নিবেন, আর আস-মানকে ডান হাতে পেঁচাইয়া লইবেন। অতঃপর বলিবেন: আমিই বাদশাহ্, দুনিয়ার বাদশাহগণ কোথায় ? —মোত্তাঃ
كتاب أحوال القيامة وبدء الخلق
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الْأَرْضِ؟ . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

ইহার দ্বারা কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলার একচ্ছত্র ক্ষমতা বুঝান হইয়াছে। প্রকৃতপক্ষে যমীন আল্লাহর মুষ্টির মধ্যে এবং আসমান ডান হাতে পেঁচান থাকার তাৎপর্য সাধারণের জন্য বোধগম্য নহে। এই ধরনের বাক্যকে শরী' অতের পরিভাষায় 'মুতাশাবেহাত' বলা হয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান