মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৫০২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৫০২। হযরত জাবের (রাঃ) বলেন, হাররা যুদ্ধের দিন হইতে আমরা ইবনে ছাইয়্যাদকে আর খুঁজিয়া পাই নাই। –আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ جَابِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَدْ فَقَدْنَا ابْنَ صَيَّادٍ يَوْمَ الْحَرَّةِ. رَوَاهُ أَبُو دَاوُد

হাদীসের ব্যাখ্যা:

মদীনাবাসীদের আনুগত্য লাভের জন্য ইয়াযীদের সৈন্যদল মদীনাবাসীদের উপর ব্যাপকভাবে আক্রমণ করিয়াছিল— যাহাকে হাররা যুদ্ধ বলা হয়। ইহাতে বহু মুসলমান প্রাণ হারান, অবশেষে ইয়াযীদের বিজয় হয়। সম্ভবতঃ ইবনে ছাইয়্যাদ উহাতে মারা গিয়াছে অথবা তখন হইতে সে নিরুদ্দেশ হইয়া গিয়াছে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান