মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৯৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - ইবনু সাইয়্যাদ-এর ঘটনা
৫৪৯৫। হযরত আবু সাঈদ খুদরী (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর ও উমর (রাঃ)-এর সহিত মদীনার কোন এক পথে ইবনে ছাইয়্যাদের সাক্ষাৎ হইল, তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিলেন: তুমি কি ইহা সাক্ষ্য দাও যে, আমি আল্লাহর রাসূল? সে বলিল, আপনি কি সাক্ষ্য দেন যে, আমি আল্লাহর রাসূল? জবাবে রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন; আমি আল্লাহর প্রতি, তাহার ফিরিশতাকুলের প্রতি, তাঁহার নাযিলকৃত কিতাবসমূহের প্রতি এবং তাহার প্রেরিত সমস্ত রাসুল গণের প্রতি ঈমান আনিয়াছি। অতঃপর হুযূর (ছাঃ) তাহাকে জিজ্ঞাসা করিলেন ; তুমি কি দেখিতে পাও? সে বলিল, আমি পানির উপরে একখানা সিংহাসন দেখিতে পাই। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন; তুমি সাগরের উপর ইবলীসের সিংহাসন দেখ। তিনি পুনরায় জিজ্ঞাসা করিলেন; তুমি আর কি দেখিতে পাও? সে বলিল, দুই জন সত্যবাদী এবং একজন মিথ্যাবাদী অথবা বলিল, দুই জন মিথ্যাবাদী এবং একজন সত্যবাদীকে দেখিতে পাই। তখন রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন; ব্যাপারটি তাহার উপর এলোমেলো হইয়া পড়িয়াছে। সুতরাং তোমরা তাহাকে পরিত্যাগ কর। —মুসলিম
كتاب الفتن
وَعَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: لَقِيَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ - يَعْنِي ابْنَ صَيَّادٍ - فِي بَعْضِ طُرُقِ الْمَدِينَةِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ؟» فَقَالَ هُوَ: أَتَشْهَدُ أَنِّي رَسُولَ اللَّهِ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «آمَنْتُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ مَاذَا تَرَى؟» قَالَ: أَرَى عَرْشًا عَلَى الْمَاءُ. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «تَرَى عَرْشَ إِبْلِيسَ عَلَى الْبَحْرِ وَمَا تَرَى؟» قَالَ: أَرَى صَادِقَيْنِ وَكَاذِبًا أَوْ كَاذِبَيْنِ وَصَادِقًا. فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لُبِسَ عَلَيْهِ فَدَعُوهُ» . رَوَاهُ مُسْلِمٌ
হাদীসের ব্যাখ্যা:
‘সত্যবাদী' দ্বারা ফেরেশতা এবং 'মিথ্যাবাদী' দ্বারা ইব্লীস-এর প্রতি ইংগিত রহিয়াছে। বস্তুতঃ গণক-জ্যোতিষীদের অবস্থা এইরূপই, তাহাদের কথা কিছু সত্য কিছু মিথ্যা।