মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৮৯
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮৯। হযরত আসমা বিনতে ইয়াযীদ ইবনে সাকান (রাঃ) বলেন, নবী (ﷺ) বলিয়াছেনঃ দাজ্জাল চল্লিশ বৎসর যমীনে অবস্থান করিবে। ইহার বৎসর হইবে মাসের মত। মাস হইবে সপ্তাহের মত এবং সপ্তাহ হইবে এক দিনের মত। আর দিন হইরে খেজুরের একটি শুকনা ডাল আগুনে জ্বলিয়া নিঃশেষ হওয়ার সময়ের মত। —শরহে সুন্নাহ্
كتاب الفتن
وَعَن أَسمَاء بنت يزِيد بن السَّكن قَالَتْ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَمْكُثُ الدَّجَّالُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً السَّنَةُ كَالشَّهْرِ وَالشَّهْرُ كَالْجُمُعَةِ وَالْجُمُعَةُ كَالْيَوْمِ وَالْيَوْمُ كَاضْطِرَامِ السَّعَفَةِ فِي النَّارِ» . رَوَاهُ فِي «شَرْحِ السُّنَّةِ»

হাদীসের ব্যাখ্যা:

পূর্বে এক হাদীসে বলা হইয়াছে, দাজ্জাল চল্লিশ দিন যমীনে অবস্থান করিবে। তবে প্রকৃত ব্যাপার হইল; মূলতঃ অবস্থান করিবে চল্লিশ দিন। কিন্তু তাহার ফিতনা ও বিপর্যয়ের কারণে সামান্য সময়ও দীর্ঘ অনুভূত হইবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান