মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৮৮
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের পূর্বলক্ষণসমূহ এবং দাজ্জালের বর্ণনা
৫৪৮৮। হযরত ইমরান ইবনে হোসাইন (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে ব্যক্তি দাজ্জালের আবির্ভাবের সংবাদ শুনে, সে যেন তাহার নিকট হইতে দূরে সরিয়া থাকে। (উহাই হইবে তাহার জন্য নিরাপদ।) আল্লাহর কসম। কোন ব্যক্তি নিজেকে মু'মেন ধারণা করিয়া তাহার কাছে যাইবে, কিন্তু তাহার তেলেসমাতি কর্মকাণ্ডের ধোকায় পড়িয়া সে তাহার অনুসরণ করিয়া ফেলিবে। —আবু দাউদ
كتاب الفتن
وَعَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَمِعَ بالدجال فلينأ مِنْهُ فو الله إِنَّ الرَّجُلَ لَيَأْتِيهِ وَهُوَ يَحْسِبُ أَنَّهُ مُؤْمِنٌ فَيَتَّبِعُهُ مِمَّا يَبْعَثُ بِهِ مِنَ الشُّبُهَاتِ» رَوَاهُ أَبُو دَاوُد
হাদীসের ব্যাখ্যা:
আপন ঈমানের উপর নির্ভর করিয়া বাতিলের কাছে যাওয়া উচিত নয়। কেননা, বাতিলের প্রভাবে কখনও কখনও ঈমান নষ্ট হওয়ার আশংকা রহিয়াছে।