মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫২
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫২। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ দুনিয়া নিঃশেষ হইবে না যতক্ষণ পর্যন্ত আমার খান্দানের এক ব্যক্তি গোটা আরব ভূখণ্ডের মালিক হইবে না। তাহার নাম হইবে আমার নামে। — তিরমিযী ও আবু দাউদ
আবু দাউদের অপর এক বর্ণনায় আছে—তিনি বলিয়াছেনঃ যদি দুনিয়া শেষ হইতে মাত্র একদিন বাকী থাকে, আল্লাহ্ তা'আলা ঐ দিনকে অত্যধিক দীর্ঘায়িত করিবেন এবং পরিশেষে সেই দিনের মধ্যে আমার খান্দানের অথবা বলিয়াছেন; আমার আহলে বাইতের এক ব্যক্তিকে প্রেরণ করিবেন। তাহার নাম হইবে আমার নামে এবং তাহার পিতার নাম হইবে আমার পিতার নামে। তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা যমীনকে তেমনিভাবে পরিপূর্ণ করিয়া দিবেন যেমনিভাবে তৎপূর্বে যুগ্ম ও অত্যাচারে উহা পরিপূর্ণ ছিল।
كتاب الفتن
وَعَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمْلِكَ الْعَرَبَ رَجُلٌ مِنْ أهلِ بَيْتِي يُواطِىءُ اسمُه اسْمِي» رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ. وَفِي رِوَايَةٍ لَهُ: «لَوْ لَمْ يَبْقَ مِنَ الدُّنْيَا إِلَّا يَوْمٌ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ حَتَّى يَبْعَثَ اللَّهُ فِيهِ رَجُلًا مِنِّي - أَوْ مِنْ أَهْلِ بَيْتِي - يُوَاطِئُ اسْمُهُ اسْمِيَ وَاسْمُ أَبِيهِ اسْمَ أَبِي يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وجورا»

হাদীসের ব্যাখ্যা:

বিভিন্ন হাদীসে উল্লেখ রহিয়াছে, হযরত ইমাম মাহ্দী হুযূর (ﷺ)-এর খান্দান তথা হযরত ফাতেমার সন্তান হাসানের কাহারও মতে হোসাইনের বংশে জন্মগ্রহণ করিবেন এবং তাঁহার নাম হইবে মুহাম্মদ ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান