মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৫১
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
দ্বিতীয় অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৫১। হযরত আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ আমার উম্মত যখন পনরটি কাজে লিপ্ত হইবে (যাহা পূর্বের হাদীসে বর্ণিত হইয়াছে, তখন তাহাদের উপর বিভিন্ন প্রকারের বিপদ-বিপর্যয় নাযিল হইবে। তিনি উক্ত পনরটি কাজ কি কি তাহা গণনা করিয়া বলিয়াছেন, তন্মধ্যে ‘দ্বীন ব্যতীত অন্য উদ্দেশ্যে এম হাসিল করা হইবে' , এই বাক্যটির উল্লেখ নাই এবং ইহাতে বলিয়াছেন, বন্ধুর সাথে উত্তম আচরণ করিবে এবং পিতার সাথে নির্যাতনমূলক আচরণ করিবে। মদ পান করা হইবে এবং রেশমী পোশাক পরিধান করা হইবে। —তিরমিযী
كتاب الفتن
وَعَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا فَعَلَتْ أُمَّتِي خَمْسَ عَشْرَةَ خَصْلَةً حَلَّ بِهَا الْبَلَاءُ» وَعَدَّ هَذِهِ الْخِصَالَ وَلَمْ يَذْكُرْ «تُعُلِّمَ لِغَيْرِ الدِّينِ» قَالَ: «وَبَرَّ صَدِيقَهُ وَجَفَا أَبَاهُ» وَقَالَ: «وَشُرِبَ الْخَمْرُ وَلُبِسَ الْحَرِيرُ» . رَوَاهُ التِّرْمِذِيُّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান