মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
হাদীস নং: ৫৪৪৫
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪৫। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন সেই সত্তার কসম যাঁহার হাতে আমার প্রাণ। দুনিয়া সেই সময় পর্যন্ত খতম হইবে না যেই পর্যন্ত না কোন ব্যক্তি কবরের পার্শ্ব দিয়া অতিক্রম করার সময় উক্ত কবরের উপরে গড়াগড়ি দিতে থাকিবে এবং আকাঙ্ক্ষা ও অনুতাপের সাথে বলিবে, হায়রে! কতই না ভাল হইত, এই কবরবাসীর স্থলে যদি আমিই এই কবরের অধিবাসী হইতাম ? তাহার এই আকাঙ্ক্ষা দ্বীনের প্রতি আগ্রহ প্রকাশার্থে হইবে না; বরং দুনিয়ার বিপদ ও মুছিবতের তাড়নায় অতিষ্ঠ হইয়া প্রকাশ করিবে। —মুসলিম।
كتاب الفتن
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَمُرَّ الرَّجُلُ عَلَى الْقَبْرِ فَيَتَمَرَّغُ عَلَيْهِ ويقولُ: يَا لَيْتَني مَكَانَ صَاحِبِ هَذَا الْقَبْرِ وَلَيْسَ بِهِ الدِّينُ إِلَّا الْبلَاء . رَوَاهُ مُسلم