মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৪৪
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৪৪। হযরত আবু হোরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেনঃ (এমন এক সময় আসিবে যে,) যমীন তাহার কলিজার টুকরা উগরাইয়া ফেলিবে, যাহা স্বর্ণ ও রৌপ্যের থামের মত হইবে। উক্ত সম্পদের নিকটে কোন হত্যাকারী আসিয়া (ঘৃণার সাথে) বলিবে, হায়রে এই মাল সম্পদের জন্যই আমি (অন্যায়ভাবে মানুষদিগকে) হত্যা করিয়া ছিলাম? অতঃপর আত্মীয়তা ছিন্নকারী আসিয়া বলিবে, এই সম্পদের জন্যই কি আমি আপন আত্মীয়-স্বজনদের হইতে সম্পর্ক ছিন্ন করিয়াছিলাম। তারপর চোর আসিয়া বলিবে, এই মালের জন্যই কি আমার হাত কাটা হইয়াছে? অতঃপর তাহারা সকলেই উক্ত মাল-সম্পদ পরিত্যাগ করিয়া চলিয়া যাইবে, কেহই উহা হইতে কিছুই গ্রহণ করিবে না। —মুসলিম
كتاب الفتن
وَعَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: تَقِيءُ الْأَرْضُ أَفْلَاذَ كَبِدِهَا أَمْثَالَ الْأُسْطُوَانَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ فَيَجِيءُ الْقَاتِلُ فَيَقُولُ: فِي هَذَا قَتَلْتُ وَيَجِيءُ الْقَاطِعُ فَيَقُولُ: فِي هَذَا قَطَعْتُ رَحِمِي. وَيَجِيءُ السَّارِقُ فَيَقُولُ: فِي هَذَا قُطِعت يَدي ثمَّ يَد عونه فَلَا يَأْخُذُونَ من شَيْئا . رَوَاهُ مُسلم
tahqiqতাহকীক:তাহকীক চলমান