মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

২৮- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা

হাদীস নং: ৫৪৩৭
- ফিতনাসমূহ ও কিয়ামতের আলামতের বর্ণনা
প্রথম অনুচ্ছেদ - কিয়ামতের আলামত
৫৪৩৭। হযরত আনাস (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলিতে শুনিয়াছি, কিয়ামতের আলামতসমূহের মধ্যে রহিয়াছে—এলম উঠিয়া যাইবে, মূর্খতা বৃদ্ধি পাইবে, ব্যভিচার (যিনা) বাড়িয়া যাইবে, মদ্যপান বৃদ্ধি পাইবে, পুরুষের সংখ্যা কমিয়া যাইবে এবং নারীর সংখ্যা বেশী হইবে। এমন কি পঞ্চাশ জন মহিলার পরিচালক হইবে একজন পুরুষ। অপর এক বর্ণনায় আছে—এলম কমিয়া যাইবে এবং মূর্খতা প্রকাশ পাইবে। —মোত্তাঃ
كتاب الفتن
بَاب أَشْرَاط السَّاعَة: الْفَصْل الأول
عَنْ أَنَسٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنا ويكثُرَ شُربُ الخمرِ ويقِلَّ الرِّجالُ وتكثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ» . وَفِي رِوَايَةٍ: «يَقِلُّ الْعِلْمُ وَيَظْهَرُ الْجَهْلُ» . مُتَّفَقٌ عَلَيْهِ

হাদীসের ব্যাখ্যা:

أشراط বহুবচন। একবচনে شرط অর্থ, আলামত বা নিদর্শন। দুনিয়া নিঃশেষ বা ধ্বংস হওয়ার পূর্বে বহু নিদর্শন সংঘটিত হইবে। সেই নিদর্শনসমূহ কি কি, অত্র অধ্যায়ের হাদীসগুলিতে তাহাই বর্ণনা করা হইয়াছে।

প্রখ্যাত উলামাদের ক্রমাগত মৃত্যুই এলম উঠিয়া যাওয়ার কারণ হইবে অথবা দ্বীনী এলমের প্রতি মানুষের অনীহা দেখা দিবে। সহ-শিক্ষা ও বেহায়াপনার দরুন যিনার ব্যাপকতা বাড়িয়া যাইবে। মদের নাম পরিবর্তন করিয়া সর্বত্র উহা পান করা হইবে। একজন পুরুষ অবৈধভাবে বহুসংখ্যক নারীর সহিত সম্পর্ক স্থাপন করিবে। (আত তা'লীক)
tahqiqতাহকীক:তাহকীক চলমান